ঘন কুয়াশার কারণে শরীয়তপুর–চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। নৌপথে দুর্ঘটনা এড়াতে শুক্রবার (২ জানুয়ারি) রাত ১টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর করেছে ঘাট কর্তৃপক্ষ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) নরসিংহপুর ফেরিঘাটের সহকারী ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, নদী ও আশপাশের এলাকায় ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা অনেক কমে গেছে। এতে নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় রাত ১টা থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে কোনো ফেরি মাঝনদীতে আটকা পড়েনি। কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক করা হবে।
ঘাট কর্তৃপক্ষ জানায়, শরীয়তপুর–চাঁদপুর নৌপথ দক্ষিণাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ যোগাযোগমাধ্যম। প্রতিদিন এই রুটে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকসহ শত শত যানবাহন পারাপার হয়। বর্তমানে এই নৌপথে ছোট-বড় মিলিয়ে চারটি ফেরি চলাচল করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


