গণপি.টুনিতে প্রাণ গেল জায়েদ খানের

Jayed

জুমবাংলা ডেস্ক : মৌলভীবাজারের কুলাউড়ায় গণপিটুনিতে জায়েদ খান (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন।

Jayed

গত মঙ্গলবার (২৭ আগস্ট) রাত ২টার দিকে সদর ইউনিয়নের বালিশিরি গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামেরই বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ জানায়, মঙ্গলবার রাতে জায়েদ বালিশিরি গ্রামের একটি কেজি স্কুলে ফ্যান চুরি করতে যান। এ সময় স্থানীয়রা তাকে আটক করে গণপিটুনি দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কাঁচের মত চকচক করবে ত্বক, সপ্তাহে একদিন ব্যবহার করুন পেস্টটি

বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার ওসি বিনয় ভূষন রায় বলেন, বুধবার সকালে জায়েদের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।