নির্যাতন এবং আয়নাঘরের যুগে ফিরে যেতে না চাইলে গণভোট দেয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান।

রবিবার (১১ জানুয়ারি) সকালে রাজধানীতে ডিএনসিসি নাগরিক পদক প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এদিকে ক্ষমতার ভার শাসকগোষ্ঠীর কাছ থেকে জনগণের হাতে নিতে চাইলে সংস্কারের পক্ষে গণভোট দেয়ার আহ্বান জানিয়ে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান বলেন, আগামী নির্বাচনে ভেবেচিন্তে সংস্কারের পক্ষে ভোট দিতে হবে।
আধিপত্যের কাছে বাংলাদেশ আর মাথানত করবে না এমন মন্তব্য করে দুই উপদেষ্টা সংস্কারের পক্ষে গণভোট দেয়ার কথা বলেন।
নগর উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, সামাজিক সেবা ও জনসচেতনতা বৃদ্ধিতে বিশেষ অবদান রাখায় ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠনকে নাগরিক পদক-২০২৫ প্রদান করে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। গুলশানে নগর ভবনে ৮ ক্যাটাগরিতে ১০ জনকে দেয়া হয় এ পুরস্কার।
এ অনুষ্ঠানের মূলপ্রবন্ধ উপস্থাপন করে আহমদ ছফার কবর তুরাগ পাড় থেকে বুদ্ধিজীবী কবরস্থানে স্থানান্তরের কথা জানান অধ্যাপক সলিমুল্লাহ খান।
এ সময় নগর সংস্কারে নাগরিকদের আরও বেশি সম্পৃক্ত হওয়ার কথা জানান ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারিতে, ওইদিনই হবে গণভোট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


