গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে ভোট দেবে বিএনপি। বুধবার (২১ জানুয়ারি) সকালে রাজধানীর গুলশানে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন দলের নির্বাচনী মুখপাত্র ড. মাহাদী আমীন।

মাহাদী আমীন বলেন, ‘আমাদের সংসদ সদস্য প্রার্থীরা যখন ঢাকায় এসেছিলেন, তখন তাদের বলেছি নির্বাচনী প্রচারণায় গণভোটে আমরা হ্যাঁ-এর পক্ষে অবস্থান নেব। জুলাই চার্টারে, অর্থাৎ জাতীয় ঐকমত্য কমিশনে বিএনপির যে অবস্থান ছিল, সেগুলোকে ধারণ করতে।’
বিএনপির নির্বাচনী মুখপাত্র বলেন, ‘আমাদের যে ৩১ দফা রয়েছে, সেখানে সংস্কারের সবচেয়ে মৌলিক ভিত্তিগুলো ধারণ করে। সুতরাং আমরা বলছি, গণভোটে হ্যাঁ ভোটে অবস্থান নেব।’
তিনি বলেন, ‘নোট অব ডিসেন্ট… গণতন্ত্রে ভিন্ন মত, ভিন্ন পথ থাকবে। সেটাই স্বাভাবিক। সেগুলো নিয়ে আমরা সংসদে আলোচনা করব।’
আরও পড়ুন : কিছু ভুয়া খবর দেখলাম : তাহসান
তিনি আরও বলেন, ‘সামগ্রিকভাবে গণভোটে আমাদের হ্যাঁ-এর পক্ষে অবস্থান থাকবে। এটা দলের সবাইকে জানানো হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনে একইসঙ্গে গণভোট হবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


