বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার চিত্রনায়ক জায়েদ খানকে সম্প্রতি যুক্তরাষ্ট্রের একটি সংগঠন সম্মাননা দিয়েছেন। যা নিয়ে এবার এলো আইনি নোটিশ। তাকে পুরস্কার প্রদান করা আন্তজার্তিক প্রতিষ্ঠান ইন্সটিটিউট অব পাবলিক পললিসি অ্যান্ড ডিপ্লোমেসি রিসার্চ ও এর প্রতিষ্ঠাতা আন্দ্রিস বেস সম্পর্কে মিথ্যা তথ্যসংবলিত সংবাদ সাত দিনের মধ্যে প্রত্যাহারে আইনি চিঠি দেওয়া হয়েছে।
সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরে গিয়ে ‘ইনস্টিটিউট অব পাবলিক পলিসি ও ডিপ্লোম্যাসি রিসার্চ’ থেকে ‘হিউম্যানিটারিয়ান লিডারশিপ অ্যাওয়ার্ড’ পান চিত্রনায়ক জায়েদ খান। সঙ্গে তাকে ‘গ্লোবাল শান্তিদূত’ নিযুক্ত করা হয়। যা নিয়ে হয়েছে আলোচনা-সমালোচনাও।
একটা পর্যায়ে জায়েদ খানের পুরস্কার নিয়ে চাঞ্চল্যকর তথ্য দেয় আন্তর্জাতিক পোর্টাল ব্লিটজ। সেই বরাত দিয়ে খবরও প্রকাশ হয় বিভিন্ন সংবাদমাধ্যমে। যা নজরে এসেছে জায়েদ খানকে পুরস্কার দেওয়া আন্তজার্তিক প্রতিষ্ঠানটির। এবার তারাই নোটিশ পাঠিয়েছে ব্লিটজ ও দেশের কিছু গণমাধ্যমকে।
নোটিশে বলা হয়, ব্লিটজের বারত দিয়ে দেশের বেশ ক’টি সংবাদমাধ্যম খবর প্রকাশ করেছে। যার ফলে আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত আইপিপিডিয়ার’র কার্যক্রম, গ্রহণযোগ্যতা, অ্যাওয়ার্ড বস্তুনিষ্ঠটা সম্পর্কে ও আইপিপিডিয়ার’র প্রতিষ্ঠাতা আন্দ্রিস বেস’র শিক্ষাগত যোগ্যতাসহ নানা ব্যক্তিগত মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করে। উক্ত সংবাদসমূহের কারণে আইপিপিডিয়ার ও এর প্রতিষ্ঠাতা আন্দ্রিস বেস’র সুনাম আন্তর্জাতিকভাবে ক্ষুণ্ন হয়েছে।
নোটিশে আরও বলা হয়, উক্ত সংবাদগুলো আগামী সাত দিনের মধ্যে প্রত্যাহার করে নিতে, নোটিশের বক্তব্য প্রতিবাদ আকারে প্রকাশ করা ও সংবাদমাধ্যমগুলোর পক্ষ থেকে নিঃশর্তে ক্ষমা চাইতে বলা হয়েছে। অন্যথায় ১২ লাখ ৬০ হাজার আমেরিকান ডলার ক্ষতিপূরণ চেয়ে উপযুক্ত আদালতে মামলা করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।