বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : নতুন বাইক কিনতে চান? তাহলে আপনার জন্য রইল সুখবর। কারণ চলতি বছর গত তিন মাসে একাধিক নতুন বাইক লঞ্চ হয়েছে। যার মধ্যে রয়েছে হিরো এক্সট্রিম 125 আর, বাজাজ পালসার এনএস 125 ইত্যাদি। আপনার বাজেট যদি 1 লাখ থেকে 2 লাখের মধ্যে হয় তাহলে হাতে অনেক বিকল্প রয়েছে। পুরনো বাইক আপগ্রেড করে এই সব নতুন মোটরসাইকেল বাড়ি আনতে পারেন।
বর্তমানে নিত্য যাতায়াতের ক্ষেত্রে একটা বাইক অনেকেরই দরকার। তবে শুধু মোটরসাইকেল কিনলেই তো হবে না, তার সুবিধা-অসুবিধাগুলিও জানা জরুরি। কত দাম পড়বে এবং এতগুলো টাকা দিয়ে তার বিনিময়ে কী কী সুবিধা পাবেন জেনে নিন।
হিরো এক্সট্রিম 125 আর
হিরো মটোকর্পের এই বাইকের দাম 95,000 টাকা থেকে 99,500 টাকা (এক্স-শোরুম)। সিঙ্গেল চ্যানেল ABS-এর সঙ্গে পাবেন ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল এবং স্মার্টফোন কানেক্টিভিটি। সংস্থার দাবি, বাইকে পাবেন 66 কিমি প্রতি লিটার মাইলেজ। রয়েছে দারুণ ডিজাইন এবং ফিচার্স। মোটরসাইকেলে পাবেন 125 সিসি ইঞ্জিন। নিত্য যাতায়াতের জন্য এটি দারুণ বিকল্প হতে পারে।
বাজাজ পালসার এনএস 125
কিছুদিন আগেই নতুন অবতারে লঞ্চ হয়েছে বাজাজ পালসার এনএস 125। কম সিসি হলেও পারফরম্যান্স দমদার। তাছাড়া এতে পাবেন স্টাইলিশ লুক ও ফিচার্স। যোগ হয়েছে LED লাইটিং, ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল এবং ব্লুটুথ কানেক্টিভিটি। বাইকে রয়েছে 125 সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। 2024 বাজাজ পালসার এনএস 125 মডেলের দাম রাখা হয়েছে 1.05 লাখ টাকা (এক্স-শোরুম)।
বাজাজ পালসার এন150 ও এন160
বাজাজ পালসার এন150 ও এন160 বাইকের 2024 মডেল লঞ্চ করেছে সংস্থা। দুই বাইকের ইঞ্জিন স্পেসিফিকেশন একই রয়েছে। তবে ফিচার্সে নতুন সুবিধা যোগ করা হয়েছে। পাবেন ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার এবং স্মার্টফোন কানেক্টিভিটি। এতে রয়েছে ডিস্ক ব্রেক এবং ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেমের সুবিধাও। বাইকের দাম রয়েছে যথাক্রমে – 1.18 লাখ টাকা এবং 1.31 লাখ টাকা (এক্স-শোরুম)।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।