‘Good Content’ বলতে কী বোঝায় সেটা নিয়ে গুগল একটি গবেষণা পরিচালনা করেছে। গবেষণায় যারা গুগল নিয়মিত ব্যবহার করে তাদের উপর সার্ভে পরিচালনা করা হয়েছে।
যদি পাবলিশার এমন কন্টেন্ট ডেলিভার করতে পারে যা পাঠকদের নির্দিষ্ট বিষয় সম্পর্কে স্পষ্ট ধারণা দেয় ও আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে তখন তাকে good content বলা যেতে পারে। নিয়মিত উপায়ে কন্টেন্ট ডেলিভারি করাই এখন আর যথেষ্ট হচ্ছে না বরং কোয়ালিটি মেইনটেইন করাটা দরকার হয়ে পড়েছে।
পাঠক কন্টেন্ট পড়ে যেনো চমৎকার অভিজ্ঞতা লাভ করতে পারে তা নিশ্চিত করতে বলা হয়েছে। ৮৭ শতাংশ ব্যবহারকারীরা জানায়, নিজেদের ব্যক্তিগত সমস্যার সমাধান ও প্রাসঙ্গিকতা বজায় রাখার ব্যাপারে গুরুত্ব দেন তারা। কিছুটা বুদ্ধিমত্তার পরিচয় পাবে, পাঠকদের মনে আবেগ তৈরি করবে ও উদ্দীপনার সৃষ্টি করবে এমন কন্টেন্ট চান তারা।
পাঠকদের জন্য ইন্টারেস্টিং হবে ও যা বাস্তবতার সাথে রিলেট করা যায় এমন কন্টেন্ট এর চাহিদা বাড়ছে। ৮০% গুগল ইউজার মনে করেন, তাদের জীবনের সাথে সম্পর্কিত কন্টেন্ট পছন্দ তাদের। ব্র্যান্ড বা কোম্পানি কি চায় সেটার থেকে বেশি গুরুত্ব পাওয়া উচিত যেটা ইউজার পছন্দ করে।
পাঠকের দৃষিভঙ্গির পরিবর্তন ঘটাবে এমন ও ইতিবাচক মনোভাব নিয়ে লেখা এমন কন্টেন্ট এর চাহিদা বাড়ছে। কোন ঘটনার নতুন দিক উন্মোচন করতে পারা বা পাঠক নতুন কিছু শিখতে পারবে এ ধরনের কন্টেন্ট গুগল ইউজার বেশি পছন্দ করেন। গুগল চায়, মানুষের উপর কিছুটা হলেও যেনো impact থাকে ও তাদের অভিজ্ঞতাকে সমৃদ্ধ করে এমন লেখাকে গুরুত্ব দেওয়া হোক।
92% উত্তরদাতা মনে করেন, পাবলিশার যেনো নিজের চিন্তা ও প্রচেষ্টার প্রতিফলন আর্টিকেলে রাখে। 94% উত্তরদাতা মনে করেন, গল্প বলার স্টাইলে আর্টিকেল পড়তে তাদের বেশি ভালো লাগে। অডিয়েন্সের সাথে পাবলিশারের যেনো আর্টিকেলের মাধ্যমে আস্থার সম্পর্ক তৈরি হয়। পাঠকের মনে কিছুটা ইমোশোন তৈরি হলে আরও বেটার। কন্টেন্ট এর কোয়ালিটি ভালো হলে, সকল প্রশ্নের উত্তর পাওয়া গেলে আপনার ব্র্যান্ডকে ইউজাররা ইতিবাচক হিসেবে মনে রাখবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।