জুমবাংলা ডেস্ক : ছাত্রদের বৈষম্যবিরোধী আন্দোলনের জেরে নিরাপত্তার স্বার্থে বন্ধ রাখা হয় ট্রেন চলাচল। এর প্রায় এক মাস পর আগামী বৃহস্পতিবার থেকে ফের আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত জানা গেছে। এবার অগ্রিম টিকিট বিক্রির বিষয়ে সুখবর পাওয়া গেল। আজ সোমবার বিকাল ৫টা থেকেই শুরু হচ্ছে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি।
এদিকে আজ সোমবার থেকে শুরু হয়েছে মালবাহী ট্রেন চলাচল। মঙ্গলবার থেকে চলবে মেইল, লোকাল ও কমিউটার ট্রেন।
রবিবার রেলওয়ের পরিচালক মো. নাহিদ হাসান খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। তবে পারাবত ও জামালপুর এক্সপ্রেস ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট পতন হয়েছে শেখ হাসিনার সাড়ে ১৫ বছরের শাসনের। ১৮ জুলাই মেট্রোরেল এবং আন্তঃনগর ট্রেন চলাচল বন্ধ করে সরকার। রেল এবং সড়ক উভয় মন্ত্রণালয় নিজের হাতে রেখেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
রবিবার রেল সচিব ড. হুমায়ুন সরকারের উচ্চপর্যায়ে যোগাযোগ করার পর ট্রেন চালুর বিষয়ে সিদ্ধান্ত আসে। যেসব যাত্রী ১৮ জুলাইয়ের আগে টিকিট কিনেও যাত্রা করতে পারেননি, তারা সোমবার বিকেল থেকে পরবর্তী ১০ দিনের মধ্যে টাকা ফেরত পাবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।