আন্তর্জাতিক ডেস্ক : করোনার বিরুদ্ধে দুনিয়াজুড়ে দীর্ঘদিনের লড়াই শেষে স্বস্তির খবর দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)। জানিয়ে দিল, কভিড মহামারি আর ‘আপৎকালীন স্বাস্থ্য বিপর্যয়’ নয়।
২০২০ সালের গোড়া থেকেই গোটা দুনিয়ায় দাপট দেখিয়েছে করোনাভাইরাস। বারবার ভোল বদলানোয় প্রায় তিন বছর করোনার চোখ-রাঙানি দেখেছে বিশ্ব। মারণ ভাইরাস থেকে সুরক্ষিত থাকতে বিশ্বের প্রায় সমস্ত প্রান্তেই জারি হয়েছিল লকডাউন। যার জেরে কাজ হারিয়েছেন অগণিত মানুষ। ভেঙে পড়েছে অনেক দেশের অর্থনীতি।
কভিডে প্রাণ গেছে ৬৯ লাখেরও বেশি মানুষের। তবে লাগাতার পরীক্ষা এবং টিকাকরণ অভিযান চালিয়ে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এই ভাইরাসকে। আর শুক্রবার স্বস্তি দিয়ে ডাব্লিউএইচও জানিয়ে দিল, আর ‘আপৎকালীন স্বাস্থ্য বিপর্যয়’ নয় করোনা। এর পরও কভিডের অস্তিত্ব থাকবে বলে সতর্কও করেছে সংস্থাটি। তবে তার জেরে ভয়াবহ কিছু হওয়ার আশঙ্কা আর নেই।
করোনার উৎস কোথায় এবং তা কিভাবে দুনিয়াজুড়ে ছড়িয়ে পড়েছিল তা নিয়ে এখনো জল্পনার সম্পূর্ণ ইতি ঘটেনি। ২০২০ সালের ৩০ জানুয়ারি কভিডকে আপৎকালীন স্বাস্থ্য বিপর্যয় হিসেবে চিহ্নিত করেছিল ডাব্লিউএইচও। সে বছর থেকে শুরু হওয়া এই ভাইরাস চলতি বছর গোড়ার দিকেও নতুন করে উদ্বেগ তৈরি করেছিল। তবে ডাব্লিউএইচওর মহাপরিচালক টেড্রস বলে দেন, তিন বছর পর ঘোষণা করা হচ্ছে, কভিড আর আপৎকালীন স্বাস্থ্য বিপর্যয় নয়। যা নিঃসন্দেহে আশার আলো দেখাচ্ছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান অনুযায়ী, গত ৩ বছরে ৬৯ লাখেরও বেশি মানুষ করোনার বলি হয়েছে। তবে টিকাকরণের হাত ধরেই কভিডকে নিয়ন্ত্রণে আনা গেছে বলে দাবি করেছে সংস্থাটি।
সূত্র : সংবাদ প্রতিদিন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।