জুমবাংলা ডেস্ক : দু’মাস আগেও বাজার বিশ্লেষকরা বলছিলেন জ্বালানি তেলের দাম ২০০ ডলার ছাড়িয়ে যাবে। তবে এমনটা আর ঘটছে না। উল্টো এই কদিনে জ্বালানি তেলের দাম কমে ১০০ ডলারের নিচে নেমেছে।
রাশিয়া-ইউক্রেন সংকট নিরসন না হলেও, স্বভাবিক হতে শুরু করেছে বিশ্ববাজার। বিশেষ করে জ্বালানি তেলের দাম নেমে এসেছে সহনীয় পর্যায়ে। রোববার (১৭ জুলাই) সবশেষ হিসাবমতে, বিশ্ববাজারে প্রতি ব্যারেল জ্বালানি তেলের দাম ছিল ৯৭ দশমিক ৫৯ ডলার। খবর ব্লুমবার্গের।
চলতি বছর ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করলে, আন্তর্জাতিক বাজারে তেলের দাম ১০০ ডলার ছাড়িয়ে যায়। ফেব্রুয়ারি মাসেই ব্রেন্ট ক্রুড জ্বালানি তেলের দাম হয় ব্যারেলপ্রতি ১৩৯ ডলার। পরে দাম কমলেও এতদিন পর্যন্ত ১০০ ডলারের ওপরেই ছিল।
তবে যুদ্ধ শেষ না হলেও কেন কমল তেলের দাম- এ ব্যাপারে বিশেষজ্ঞরা বলছেন, চাহিদা কমার আশঙ্কায় কমছে অপরিশোধিত তেলের দাম।
এদিকে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমায়, অনেক দেশ অভ্যন্তরীণ পর্যায়েও কমিয়েছে দাম। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সম্প্রতি পাকিস্তান পেট্রোলের দাম লিটারে সাড়ে ১৮ রুপি ও ডিজেলের দাম লিটারপ্রতি ৪০ দশমিক ৫৪ রুপি কমিয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।