মোবাইল ডাটা ও কলরেট নিয়ে সুখবর দিল এনবিআর

জুমবাংলা ডেস্ক : জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কলরেট ও ব্রডব্যান্ড ইন্টারনেটের ওপর আরোপিত বাড়তি শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। গ্রাহক, মোবাইল অপারেটর ও ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর প্রতিবাদের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) এনবিআরের একটি সূত্র নিশ্চিত করেছে, তাদের পক্ষ থেকে মোবাইল ও ইন্টারনেট সেবার ওপর বাড়তি শুল্ক আরোপের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে এবং শীঘ্রই এ সম্পর্কে নির্দেশনা জারি হবে।

গত ৯ জানুয়ারি, এনবিআর মুঠোফোন সেবায় ৩ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করে যা মোট শুল্কের হার ২৩ শতাংশে উন্নীত করে। একইসঙ্গে ব্রডব্যান্ড ইন্টারনেটের ওপর ১০ শতাংশ বাড়তি শুল্ক আরোপ করা হয়, যা বিভিন্ন ক্ষেত্রে বড় সমস্যা তৈরি করে।

এনবিআর-এর এই সিদ্ধান্তের কারণে দেশে ব্যাপক সমালোচনা ওঠে এবং এর ফলে সাধারণ মানুষকে খারাপ প্রভাবের মুখে পড়তে হয়।

শুল্ক প্রত্যাহারের বিষয়ে আইএসপিএবির সভাপতি ইমদাদুল হক মন্তব্য করেন, এনবিআরের এই সিদ্ধান্ত গ্রাহকদের জন্য লাভজনক হবে। তিনি বলেন, শুল্ক বৃদ্ধির পর থেকেই তাদের সংগঠন এটি প্রত্যাহারের দাবি জানিয়ে আসছিল। তিনি জানান, বাড়তি শুল্কের প্রভাব মূলত গ্রাহকদের ওপরই পড়বে।

মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, এনবিআরের সিদ্ধান্তের জন্য তারা সরকারের প্রশংসা করেন, তবে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে ভ্যাট কমানোর দাবি জানান। তিনি জোর দিয়ে বলেন, দেশের ইন্টারনেট সেবার মান ও গতি বাড়াতে হবে।

এভাবে এনবিআরের এই সিদ্ধান্তে গ্রাহকরা কিছুটা স্বস্তি পেলেও, তারা আরও কম খরচে উন্নত সেবা পাওয়ার আশা করেন।