জুমবাংলা ডেস্ক : অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বিশেষায়িত একটি সঞ্চয়পত্র আছে। পেনশনার সঞ্চয়পত্র নামের এই সঞ্চয়পত্রে বিনিয়োগ করলে নির্দিষ্ট মেয়াদ শেষে সবচেয়ে বেশি মুনাফা পাওয়া যায়। অর্থাৎ, এতে বিনিয়োগ করলে ৫ বছর পর ১১ দশমিক ৯৮ শতাংশ হারে মুনাফা পাবেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
জাতীয় সঞ্চয় অধিদপ্তর ২০০৪ সালে পেনশনার সঞ্চয়পত্র চালু করে। বর্তমানে যে ৪টি সঞ্চয়পত্র আছে, এরমধ্যে পেনশনার সঞ্চয়পত্রেই মুনাফার হার সবচেয়ে বেশি।
যত টাকায় কেনা যায় পেনশনার সঞ্চয়পত্র
সবচেয়ে বেশি মুনাফার এই সঞ্চয়পত্র ৫০ হাজার টাকা, ১ লাখ টাকা, ২ লাখ টাকা, ৫ লাখ টাকা ও ১০ লাখ টাকায় কেনা যায়। এ ক্ষেত্রে পেনশনার সঞ্চয়পত্রের মেয়াদ ৫ বছর।
যেভাবে মিলবে
জাতীয় সঞ্চয় ব্যুরো ছাড়াও বাংলাদেশ ব্যাংকের সব শাখা ও বাণিজ্যিক ব্যাংকগুলোসহ ডাকঘর থেকে পেনশনার সঞ্চয়পত্র কেনার পাশাপাশি নগদায়ন করা যায়।
পেনশনার সঞ্চয়পত্রে বিনিয়োগে যে পরিমাণ মুনাফা
আগে পেনশনার সঞ্চয়পত্রে সাড়ে ৭ লাখ টাকার কম বিনিয়োগে ৫ বছর শেষে ১২ দশমিক ৫৫ শতাংশ মুনাফা পাওয়া যেত। আর সাড়ে ৭ লাখ টাকার বেশি বিনিয়োগে মুনাফা মিলতো ১২ দশমিক ৩৭ শতাংশ। তবে ১ জুলাই থেকে সরকার সব ধরনের সঞ্চয়পত্রের মুনাফার হার কমিয়েছে। ফলে বর্তমানে পেনশনার সঞ্চয়পত্রে সাড়ে ৭ লাখ টাকার কম বিনিয়োগে ৫ বছর শেষে ১১ দশমিক ৯৮ শতাংশ এবং এর বেশি বিনিয়োগে ১১ দশমিক ৮০ শতাংশ মুনাফা পাওয়া যাবে।
তবে মেয়াদ শেষ হওয়ার আগে, অর্থাৎ ৫ বছরের আগে কেউ নগদায়ন করলে কম হারে মুনাফা প্রাপ্য হবেন এবং অতিরিক্ত অর্থ পরিশোধিত হয়ে থাকলে তা মূল টাকা থেকে কর্তন করে সমন্বয়পূর্বক অবশিষ্ট মূল টাকা পরিশোধ করা হবে।
উৎসে কর
সবচেয়ে বেশি মুনাফার এই সঞ্চয়পত্রে ৫ লাখ টাকা পর্যন্ত মোট বিনিয়োগের ক্ষেত্রে মুনাফার ওপর কোনো উৎসে কর কর্তন করা হয় না। তবে এর বেশি বিনিয়োগে মুনাফার ওপর ১০ শতাংশ হারে উৎসে কর কর্তন করা হয়।
পেনশনার সঞ্চয়পত্র যারা কিনতে পারবেন
পেনশনার সঞ্চয়পত্র অবসরপ্রাপ্ত সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি, সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য এবং মৃত চাকরিজীবীর পারিবারিক পেনশন সুবিধাভোগী স্বামী-স্ত্রী, সন্তান কিনতে পারবেন।
অন্যান্য সুবিধা
পেনশনার সঞ্চয়পত্রে প্রতি মাসে মুনাফা পরিশোধের পাশাপাশি নমিনি নিয়োগ করা যায়। এছাড়াও সবচেয়ে বেশি মুনাফার এই সঞ্চয়পত্রের ক্রেতার মৃত্যুর পর নমিনি সঙ্গে সঙ্গে অথবা মেয়াদ উত্তীর্ণের পর সঞ্চয়পত্র নগদায়ন করতে পারেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।