একের পর এক রেকর্ড গড়া ‘পুষ্পা ২’ নিয়ে সুখবর

বিনোদন ডেস্ক : বহু প্রতীক্ষার পর গেল বছরের ডিসেম্বর মাসের ৫ তারিখ মুক্তি পেয়েছে আল্লু অর্জুনের ‘পুষ্পা টু: দ্য রুল’। মুক্তির পর ছবিটি একের পর এক রেকর্ড গড়েছে। পাশাপাশি ছবিটি ঘিরে ঘটেছে নানা বিপত্তিও। যার ফলশ্রুতিতে জেলখানা পর্যন্ত যেতে হয়েছে ছবির নায়ককে। এসবের মাঝেই নতুন বছর ছবিটি নিয়ে আসলো সুখবর। সিনেমাটিতে যুক্ত হলো আরও ২০ মিনিট দৃশ্য!

‘পুষ্পা ২ : দ্য রুল’ শুক্রবার (১৭ জানুয়ারি) থেকে ২০ মিনিট অতিরিক্ত দৈর্ঘ্যে প্রদর্শিত হচ্ছে। নতুন এই সংস্করণকে বলা হচ্ছে ‘পুষ্পা ২ রিলোডেড’। আগে সিনেমার দৈর্ঘ্য ছিল তিন ঘণ্টা ২০ মিনিট; এখন সেটা দাঁড়িয়েছে তিন ঘণ্টা ৪০ মিনিটে। সাম্প্রতিক সময়ে এত দীর্ঘ সিনেমা দেখা যায় না বললেই চলে। এর পরও দর্শককে আকৃষ্ট করে রাখছে ‘পুষ্পা’র ম্যাজিক।

প্রায় ৫০০ কোটি রুপিতে নির্মিত হয়েছে ‘পুষ্পা ২’। আয়োজনে কমতি রাখেননি নির্মাতা সুকুমার। এরই মধ্যে বিশ্বব্যাপী সিনেমাটির আয় ছাড়িয়ে গেছে এক হাজার ৮০০ কোটি। অনেকে ধারণা করেছিল, এটি দুই হাজার কোটির ক্লাবে প্রবেশ করবে। তবে সেটা আর সম্ভব কি না, তা পরিষ্কার নয়। কেননা ভারতের বিভিন্ন ইন্ডাস্ট্রিতে গত কয়েক দিনে একাধিক নতুন সিনেমা মুক্তি পেয়েছে।

২০২১ সালে মুক্তি পায় ছবিটির প্রথম কিস্তি। প্রথম কিস্তির সাফল্যের পর দ্বিতীয় কিস্তির জন্য তুমুল আগ্রহে অপেক্ষা করতে থাকেন দর্শকরা। অবশেষে দ্বিতীয় কিস্তিতি মুক্তির পর গড়েছে নানা রেকর্ড। দুই ছবিতেই নাম ভূমিকায় ছিলেন আল্লু অর্জুন। সঙ্গে অভিনয় করেছেন রাশমিকা মানদানা, ফাহাদ ফাসিল, জগপতি বাবু, ধনঞ্জয়, সুনীল প্রমুখ। এর শেষ পর্ব ‘পুষ্পা : দ্য র‌্যাম্পেজ’ মুক্তি পাবে ২০২৬ সালে।