স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকায় নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে প্রোটিয়াদের ৯ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ জয়ের কীর্তি গড়েছে টাইগাররা। ঐতিহাসিক এই জয়ের পর টাইগারদের জন্য পুরস্কার ঘোষণা করল বিসিবি।
বিসিবির ক্রিকেট অপারেশনের চেয়ারম্যান জালাল ইউনুস জানান, দক্ষিণ আফ্রিকায় সিরিজ জেতায় বাংলাদেশ দলকে তিন কোটি টাকা পুরস্কার দিবে বিসিবি।
উল্লেখ্য যে, সেঞ্চুরিয়নে আজ দক্ষিণ আফ্রিকার দেওয়া ১৫৫ রানে লক্ষ্যে বাংলাদেশ পৌঁছে যায় ১৪১ বল ও ৯ হাতে রেখেই।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এর আগেও সিরিজ জয়ের ইতিহাস আছে বাংলাদেশের। ২০১৫ সালে বাংলাদেশের মাটিতে প্রোটিয়াদের হারিয়ে ওয়ানডে সিরিজ জিতেছিল টাইগাররা। তবে দক্ষিণ আফ্রিকার মাটিতে এটিই বাংলাদেশের প্রথম সিরিজ জয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।