সুইডেন প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর

আন্তর্জাতিক ডেস্ক : স্টুডেন্ট ভিসাসহ বিভিন্ন ক্যাটাগরিতে সুইডেনে গিয়ে দক্ষতার সঙ্গে কাজ করছেন প্রবাসী বাংলাদেশিরা। দেশটিতে অভিবাসন নীতিমালায় কড়াকড়ি আরোপ করা হলেও উচ্চ দক্ষতা সম্পন্ন কর্মীদের চাকরির সুযোগ ঠিকই বাড়ছে।

বাংলাদেশ থেকে সুইডেনে আসাদের বেশিরভাগই উচ্চ শিক্ষা অর্জনে আসেন। তবে এমন অনেক প্রবাসী বাংলাদেশি আছেন যারা দেশটিতে স্টুডেন্ট কিংবা ফ্যামিলি ভিসায় এসেও সুনামের সঙ্গে চাকরি করছেন।

দেশটির আইটি সেক্টরে বর্তমানে কর্মরত আছেন বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি।

সংশ্লিষ্টরা বলেন, সুইডেনে নেটওয়ার্কিংয়ের ওপর স্বল্প মেয়াদি বিভিন্ন কোর্স করার সুযোগ রয়েছে। এসব কোর্স করলে চাকরি পাওয়া অনেক সহজ হয়।

প্রবাসী বাংলাদেশিরা বলছেন, সঠিক পরিকল্পনা আর নিয়মনীতি জানা থাকলে ব্যবসা ও চিকিৎসাসহ বিভিন্ন সেক্টরে চাকরির ব্যাপক সুযোগ রয়েছে দেশটিতে।