বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বাইক লাভার্সদের জন্য রয়েছে এক দুর্দান্ত খবর।আর লাখ লাখ টাকা নয়, এবার মাত্র ৮০ হাজার টাকায় আপনি আপনার পছন্দসই বাইক কিনে তুলতে পারবেন নিজের ঘরে। আর এমনই সুযোগ দিচ্ছে বির মোটরবাইক কোম্পানি TVS।
আপনারা জেনে অবাক হবেন যে কোম্পানি একটি নতুন টিভিএস রাইডার মডেল লঞ্চ করেছে যাতে আপনারা দারুন সব ফিচার পাবেন। আর এই মডেলটি হল TVS RAIDER। জানা গিয়েছে, টিভিএস রেইডারে রয়েছে ১২৪.৮ সিসি এয়ার কুলড ইঞ্জিন যা ৭৫০০ আরপিএমে ১১.৩৮ পিএস পাওয়ার উৎপন্ন করে। এই বাইকটিতে ১০ লিটার জ্বালানী ট্যাঙ্ক ক্ষমতা এবং ৬৭ কিলোমিটার প্রতি লিটার দাবি করা টিভিএস রেইডারের দাম শুনলে আপনার চোখ কপালে উঠবে।
জানা গিয়েছে, এই বাইকটির দাম শুরুই হচ্ছে ৯৫,২১৯ টাকা থেকে। সর্বোচ্চ দাম ১.৩ লক্ষ টাকা পর্যন্ত (এক্স-শোরুম, দিল্লি)। এটি চারটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে। ৫ স্পিড গিয়ারবক্স সমৃদ্ধ এই কমিউটার বাইকটিতে পাওয়ার এবং ইকো এর মতো ২ টি রাইডিং মোড রয়েছে যা এটিকে প্রিমিয়াম করে তোলে এবং সেইসঙ্গে এই বাইকের মধ্যে এমন কিছু ফিচার্স আছে যেগুলো খুবই নজরকাড়া।
এমন অনেক বাইক লাভার আছেন যারা হাই স্পিডের বাইক খুঁজে থাকেন। এহেন অবস্থায় তাদের ক্ষেত্রে রয়েছে একটি দুর্দান্ত সুখবর। টিভিএস রাইডারের সর্বোচ্চ গতি ৯৯ কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত এবং ০-৬০ কিলোমিটার প্রতি ঘন্টা গতি ধরতে মাত্র ৫.৯ সেকেন্ড সময় নেয়। এই মোটরসাইকেলটিতে তরুণদের আকৃষ্ট করার জন্য অনেক বৈশিষ্ট্য রয়েছে। টিভিএস রাইডারে রয়েছে টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং ৫টি অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন। এই বাইকটিতে রয়েছে স্প্লিট সিট সহ ১৭ ইঞ্চি অ্যালয় হুইল।
এই টিভিএস রাইডার গাড়ির ফিচারের কথা বললে এই গাড়িতে আপনি ওডোমিটার, ডিসটেন্স টু এমপি ইন্ডিকেটর, সাইড স্ট্যান্ড ওয়ার্নিংয়ের মতো অনেক সেফটি ফিচার পাবেন। এতে কল ও এসএমএস নোটিফিকেশন, নেভিগেশন, নম্বর ব্লকিংসহ অনেক অ্যাপভিত্তিক ফিচার থাকবে।
টিভিএস রাইডার ১২৫ কোম্পানি এত দামে লঞ্চ করেছে যে এটি যে কোনও শ্রেণীর মানুষ কিনতে পারে। বাইক লাভার্সদের পছন্দের কথা মাথায় রেখে এটি একটি স্পোর্টস বাইকও যা দেখতে খুব স্টাইলিশ দেখায়। এর প্রারম্ভিক মূল্য ১.৪ লক্ষ টাকা। শীর্ষ ভেরিয়েন্টের দাম সম্পর্কে কথা বোল্টর গেলে আপনি এটি ১,২০,৭৯০ টাকায় বাড়িতে আনতে পারেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।