সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর

জুমবাংলা ডেস্ক : মুল বেতনের ৫ শতাংশ বিশেষ প্রণোদনা পাচ্ছেন সরকারি কর্মচারীরা। জাতীয় সংসদ অধিবেশনে রোববার এই বিশেষ প্রণোদনা দেয়ার প্রস্তাব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, ‘সরকারি কর্মচারী যাঁরা আছেন, তাঁদের বিশেষ বেতন হিসেবে মূল বেতনের ৫ শতাংশ এই আপৎকালীন সময়ে প্রদানের বিষয়টি বিবেচনা করার জন্য অর্থমন্ত্রীকে অনুরোধ জানাচ্ছি। মাননীয় অর্থমন্ত্রী আশা করি এ বিষয়টি গ্রহণ করবেন। আমরা ৫ শতাংশ মূল বেতন বিশেষ প্রণোদনা হিসেবে তাঁদের দেব।’