বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : তুসন মডেলের গাড়ির দাম ১০ লাখ টাকা কমিয়ে ৫৩ লাখ ৫০ হাজার টাকা নির্ধারণ করেছে বাংলাদেশে হুন্দাইয়ের অনুমোদিত ম্যানুফ্যাকচারার ও ডিস্ট্রিবিউটর ফেয়ার টেকনোলজিস।
এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানের ডিরেক্টর ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মুতাসসিম দায়ান। তিনি বলেন, এ পদক্ষেপ স্থানীয় উৎপাদনে হুন্দাইয়ের প্রতিশ্রুতির প্রতিফলন। শুধু তাই নয়, বরং জনপ্রিয় এ এসইউভিটি কিনতে গ্রাহকরা আগ্রহী হবেন।
সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানের হেড অব কমিউনিকেশন হাসনাইন খুরশেদ, হেড অব মার্কেটিং জেএম তসলিম কবির, হেড অব সেলস আবু নাসের মাহমুদসহ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিশ্বখ্যাত দক্ষিণ কোরিয়ার অটোমোবাইল জায়ান্ট হুন্দাই। বাংলাদেশে যার অনুমোদিত ডিলার ফেয়ার টেকনোলজিস। দেশেই এখন কোম্পানিটির বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি তৈরি হচ্ছে।
স্থানীয় ক্রেতাদের কথা মাথায় রেখে দামও নাগালে রাখা হচ্ছে। সেই ধারাবাহিকতায় তুসন মডেলের গাড়ির দাম ১০ লাখ টাকা কমানো হলো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।