জুমবাংলা ডস্ক : ঈদযাত্রায় মহাসড়কে মোটরসাইকেলের ব্যবহার বেড়েছে অনেক। সেই করোনাকাল থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার প্রবণতা তৈরির পর দিন দিন এ যাত্রা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। তবে নিরাপত্তার বিষয়টি নিয়ে এবার নড়েচড়ে বসেছে পুলিশ প্রশাসন। এ ধারাবাহিকতায় ঈদযাত্রায় মোটরসাইকেল চলাচলের সুবিধার্থে আলাদা লেনের ব্যবস্থা করা হচ্ছে।
পুলিশের দেয়া তথ্যমতে, ঈদে দক্ষিণাঞ্চলের অন্যতম রুট ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেলের জন্য আলাদা লেন করে দেয়া হবে।
এক্সপ্রেসওয়ের ৪০ কিলোমিটার এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের প্রায় ১৩ কিলোমিটার মুন্সিগঞ্জ জেলার আওতাধীন। এই অংশের বিভিন্ন পয়েন্টে অন্তত দুই শতাধিক পুলিশ মোতায়েন থাকবে। মহাসড়কে তিন চাকার যান নিয়ন্ত্রণে তদারকি করবে পুলিশ।
আর এবারই প্রথম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল চলাচলে আলাদা লেন ঠিক করে দিচ্ছে পুলিশ। সংশ্লিষ্টরা বলছেন, পদ্মা সেতু উদ্বোধনের পর থেকেই এই এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল চলাচল বহুগুণ বেড়েছে। একইসঙ্গে বিভিন্ন সময় দুর্ঘটনার তথ্যও পাওয়া যায়। এবার ঈদের আগে দুর্ঘটনা এড়াতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে পুলিশ।
এছাড়া সড়কের কোথাও যেন পণ্যবাহী ট্রাক কিংবা যাত্রীবাহী বাস থামিয়ে না রাখা হয় সেটিও পুলিশ সদস্যরা তদারকি করবেন।
মুন্সিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান গণমাধ্যমকে জানান, জেলার ওপর দিয়ে ঢাকা-মাওয়া মহাসড়ক এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অংশ চলে গিয়েছে। এবার ঈদে আমাদের প্রস্তুতি অনেক ভালো। এবারই প্রথম ঢাকা-মাওয়া মহাসড়কে মোটরসাইকেলের জন্য স্পেশাল লাইন থাকবে। মোটরসাইকেলগুলো যেন ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে দিয়ে চলাচল করতে না পারে সে ব্যবস্থাও থাকবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।