জুমবাংলা ডেস্ক : দেশের বিভিন্ন অঞ্চলে চলমান ভয়াবহ বন্যার কারণে বিমানবন্দরে আসতে না পারা যাত্রীদের জন্য সুসংবাদ এল। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ গতকাল বৃহস্পতিবার (২২ জুলাই) একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে।
বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. কামরুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে বিমানবন্দর থেকে চলাচলকারী ৩৩টি এয়ারলাইন্সকে নির্দেশ দেওয়া হয়েছে যে, বন্যাকবলিত অঞ্চল থেকে আসা যাত্রীদের যদি ফ্লাইট ধরতে না পারা যায়, তাহলে তাদের টিকিট বিনামূল্যে রি-ইস্যু বা রি-বুক করে দেওয়া হবে।
বন্যার কারণে অনেক যাত্রীই বিমানবন্দরে পৌঁছাতে বিলম্ব করছেন বা পুরোপুরি আসতে পারছেন না। এই পরিস্থিতিতে তাদের যাতায়াতের কষ্ট কমানোর জন্য এবং মানবিক দৃষ্টিকোণ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, দেশের বর্তমান বন্যা পরিস্থিতিতে বাংলাদেশের অনেক যাত্রী বিমানবন্দরে আসতে প্রতিকূলতার সম্মুখীন হচ্ছেন। অনেকে তাদের আন্তর্জাতিক ফ্লাইট ধরতে পারছেন না। এ পরিস্থিতিতে এয়ারলাইন্সগুলোকে তাদের যাত্রীদের সহযোগিতা করার অনুরোধ করা হচ্ছে।
এছাড়াও যাত্রীদের জন্য এয়ারলাইন্সগুলোকে ২৪ ঘণ্টা যাত্রীসেবা নিশ্চিত এবং বন্যাকবলিত এলাকার যাত্রীদের ফ্লাইটের টিকিট বিনামূল্যে পরিবর্তনের জন্য অনুরোধ করা হচ্ছে।
এদিকে গত মঙ্গলবার (২০ আগস্ট) রাত থেকে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতি বৃষ্টির কারণে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে।
ফেনী, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, সিলেট, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি এবং কক্সবাজার জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার তীব্রতা এতটাই বেশি যে, আজ শুক্রবার সকাল পর্যন্ত এতে ১৩ জনের প্রাণহানি হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।