বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : পালসার ভক্তদের জন্য সুখবর। বাজাজ শিগগিরই বাজারে নতুন পালসার আনছে। পালসার এন১৫০ মডেলের নতুন এডিশন লঞ্চ হতে চলেছে। বাজাজ সামাজিক যোগাযোগ মাধ্যমে এ খবর জানিয়েছে।
গতবছর বাজারে আসছে পালসার এন১৫০। এরপর এর আপডেট ভার্সন আসেনি। যে কারণে এই এডিশনের দিকে তাকিয়ে পালসার-প্রেমীদের একাংশ। এই মুহূর্তে বাইকের দাম ভারতে ১.১৮ লাখ রুপি।
আসছে নতুন বাজাজ পালসার এন১৫০
বাজাজ পালসার নামটাই যথেষ্ট। বাজারে সবথেকে জনপ্রিয় বাইকগুলোর মধ্যে একটি পালসার। এই সিরিজের ১৫০ সিসির মোটরসাইকেল এন১৫০। যা লঞ্চ হওয়ার পর এখনও অবধি কোনও আপডেট এডিশন বাজারে আসেনি। অবশেষে বাইকের নতুন অবতার প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থা।
এই মুহূর্তে বাজাজ পালসার লাইনআপে পি১৫০ নামে যে বাইকটি রয়েছে তাকে প্রতিস্থাপন করতে চলেছে এন১৫০।
যে টিজার প্রকাশ করেছে সংস্থা তাতে খুব বেশি ইঙ্গিত পাওয়া না গেলেও, একাধিক অটো রিপোর্ট থেকে জানা গিয়েছে, মোটরসাইকেলে বেশ কিছু নতুন ফিচার্স যোগ হতে মধ্যে চলেছে।
এই ফিচার্সের মধ্যে রয়েছে ব্লুটুথ কানেক্টিভিটি। পাশাপাশি বাইকের ডিজাইনেও বড় বদল করতে পারে সংস্থা, যোগ হতে পারে নতুন পেইন্ট স্কিম। এই মুহূর্তে ১৫০ সিসি রেঞ্জের প্রায় সব বাইকেই ব্লুটুথ কানেক্টিভিটি অফার করে ইয়ামাহা এবং টিভিএস। তাই এই সুবিধা গ্রাহকদের বঞ্চিত রাখতে চায় না বাজাজ।
ডিজাইনের কথা যদি বলি হার্ডওয়্যারের দিকে দিয়ে খুব বেশি পরিবর্তন হবে না। তবে নতুন কালার যোগ হতে পারে। এখন দুইটি কালারে পাওয়া যায় বাজাজ পালসার এন১৫০- এবনি ব্ল্যাক এবং মেটালিক পার্ল হোয়াইট। ব্রেকিংয়ের ক্ষেত্রে দু চাকাতেই পাবেন ডিস্ক ব্রেক সঙ্গে ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম (এবিএস)।
ইঞ্জিনের ক্ষেত্রে এই বাইকে রয়েছে ১৪৯.৬ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। যা সর্বোচ্চ ১৪.৫ হর্সপাওয়ার এবং ১৩.৫ এনএম টর্ক উৎপন্ন করতে পারে। সঙ্গে রয়েছে ৫ স্পিড গিয়ারবক্স। এই ইঞ্জিন ক্যাপাসিটিতে তেমন কিছু বদল থাকবে না বলেই মনে করা হচ্ছে।
মোটরসাইকেলে রয়েছে সেমি-ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। নতুন এডিশনেও তাই পাওয়া যাবে, এমনটাই আশা করা হচ্ছে। বাইকে কী নতুন সুবিধা যোগ করছে বাজাজ তা আর কিছুদিনের মধ্যে খোলসা হবে। চলতি মাসেই লঞ্চ হতে পারে নতুন বাজাজ পালসার এন১৫০।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।