জুমবাংলা ডেস্ক : ৫ শতাংশ প্রণোদনাসহ বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীদের জুলাই মাসের এমপিওর চেক ছাড় হয়েছে। আগামী ৮ আগস্ট পর্যন্ত বেতন ভাতার সরকারি অংশ তুলতে পারবেন শিক্ষক-কর্মচারীরা।
সম্প্রতি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) উপ-পরিচালক (প্রশাসন) বিপুল চন্দ্র বিশ্বাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবার বার্ষিক ৫ শতাংশ ইনক্রিমেন্ট এবং সরকার ঘোষিত ৫ শতাংশ বিশেষ প্রণোদনা যোগ হয়েছে। শিক্ষকদের বেতন-ভাতার সরকারি অংশের ৮টি চেক রাষ্ট্রায়ত্ত সোনালী, জনতা, অগ্রণী ও রুপালী ব্যাংকে পাঠানো হয়েছে।
নোটিশে বলা হয়েছে, প্রতিষ্ঠান প্রধানদের ওয়েবসাইট (emis.gov.bd) থেকে নিজ নিজ প্রতিষ্ঠানের এমপিওর শিট ডাউনলোড করতে বলা হয়েছে।
জুলাই থেকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের ৫ শতাংশ হারে বিশেষ সুবিধা পাবেন হবে বলে জানিয়েছে মাউশি।
বেসরকারি হলেও এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা সরকার থেকে মাসে মূল বেতন ও কিছু ভাতা পান। সরকার ঘোষিত বৈশাখী ভাতা এবং বার্ষিক বেতন বৃদ্ধির (ইনক্রিমেন্ট) সুবিধাও তারা পান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।