জুমবাংলা ডেস্ক : বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের ফুলব্রাইট বৃত্তির ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। আগ্রহী শিক্ষকরা অনলাইনের মাধ্যমে এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ফুলব্রাইট ডিস্টিংগুইশড অ্যাওয়ার্ড ইন টিচিং প্রোগ্রাম ফর ইন্টারন্যাশনাল টিচার্স (ফুলব্রাইট ডিএআই) শিরোনামে এ আবেদন আহ্বান করছে দেশটি।
এটি ফুলব্রাইট ডিএআই ইউএস ডিপার্টমেন্ট অব স্টেট এক্সচেঞ্জের একটি প্রোগ্রাম, যা বাংলাদেশের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ের শিক্ষকদের জন্য ক্রেডিটবিহীন পেশাগত বিনিময় কার্যক্রম।
এই বৃত্তি পেলে বাংলাদেশি শিক্ষকেরা ছয় সপ্তাহের জন্য যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণ নেবেন। এ প্রোগ্রামের আওতায় বৃত্তিপ্রাপ্ত ব্যক্তিরা যুক্তরাষ্ট্রে পেশার বিকাশের জন্য একাডেমিক সেমিনারে অংশ নেয়ার সুযোগ পাবেন। স্থানীয় বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে তাদের দক্ষতা পর্যবেক্ষণ ও বিনিময়ের সুযোগ পাবেন।
আবেদন যোগ্যতা: প্রার্থীকে বাংলাদেশে বসবাসরত নাগরিক হতে হবে। প্রাইমারি অথবা মাধ্যমিক স্তরে পূর্ণ সময়ের ইংরেজি, গণিত, সিভিক এডুকেশন, বিজ্ঞান বা সামাজিক অধ্যয়নের শিক্ষক হতে হবে। শিক্ষাদানে ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
ইংরেজিতে কথা বলা এবং লেখার দক্ষতা থাকতে হবে। মাইক্রোসফট ওয়ার্ড ও এক্সেলের মতো মাইক্রোসফট অফিস স্যুট প্ল্যাটফর্মগুলোর সঙ্গে পরিচিত হতে হবে।
যেভাবে আবেদন করবেন: অনলাইনের মাধ্যমের ফুলব্রাইট ডিএআইয়ের বৃত্তির জন্য এখানে গিয়ে আবেদন করতে পারবেন। আবেদনের ক্ষেত্রে কোনো সমস্যা হলে [email protected]–এ ঠিকানায় যোগাযোগ করতে পারেন।
আবেদনের শেষ সময়: ১১ মে ২০২৩, বাংলাদেশ সময় ৯টা ৫৯ মিনিট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।