জুমবাংলা ডেস্ক : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা কারাগারে বন্দিদের জন্য জামাতের ব্যবস্থা করা হয়েছে। জামাতের পর তাদের জন্য বিশেষ খাবারেরও ব্যবস্থা করেছে কারা কর্তৃপক্ষ। রবিবার (১৬ জুন) নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. মোকাম্মেল হোসেন এসব তথ্য জানান।
নারায়ণগঞ্জ জেলা কারাগারে বর্তমানে বিভিন্ন অপরাধে সাজাপ্রাপ্ত ও অভিযুক্ত হিসেবে বন্দি রয়েছেন এক হাজার ২৬০ জন। নেই কোনো রাজনৈতিক বিশেষ বন্দি।
জানা গেছে, কারাগারের বন্দিদের ঈদের দিন সকালে বিশেষ খাবার হিসেবে পায়েস-মুড়ি দেওয়া হবে। দুপুরে পোলাও, মুরগি ও গরুর মাংস (যারা গরুর মাংস খান না তাদের জন্য খাসির মাংস), সালাদ, কোমল পানীয় দেওয়া হবে। রাতে ভাত, আলুর দম ও ডালের ব্যবস্থা করা হয়েছে।
এর আগে সকাল সাড়ে ৮টার দিকে কারা অভ্যন্তরে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
জেলা কারাগারের জেল সুপার মো. মোকাম্মেল হোসেন আরো বলেন, ‘ঈদের দ্বিতীয় দিন বন্দিদের সঙ্গে তাদের স্বজনরা সাক্ষাৎ করতে পারবেন। তাদের বাসায় রান্না করা খাবারও দিতে পারবেন। সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনেরও চিন্তা আছে আমাদের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।