বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : বর্তমান প্রজন্মের বহু রাইডাররাই পছন্দ করেন স্পোর্ট বাইক। সেই চাহিদা পূরণ করার জন্যই Aprilia ভারতের মোটরবাইক বাজারে নিয়ে আসছে Aprilia RS 457 । মূলত দামী ও অভিজাত বাইক তৈরির জন্যই খ্যাতি রয়েছে এপ্রিলিয়ার। সেই সংস্থা এবার সস্তার বাইক আনার সিদ্ধান্ত নিয়েছে। বাজার বিশেষজ্ঞরা মনে করছেন, সস্তার মডেল নিযে আসার মাধ্যমে সংস্থা ভারতীয় বাজারের একটি বড় অংশকে টার্গেট করতে পারবে।
কী রয়েছে এই বাইকে?
আকর্ষণীয় ডিজাইন: ইতালীয় সংস্থা Aprilia-র তাদের স্পোর্টি ডিজাইনের জন্য অন্যান্য বাইকের থেকে এই বাইকটিকে আলাদা করে তুলেছে।
পাওয়ারফুল ইঞ্জিন: 457 সিসি লিকুইড কুল্ড টুইন সিলিন্ডার ইঞ্জিন দিয়ে সজ্জিত। যার ফলে বাইকটির দুর্দান্ত পারফরম্যান্স দেওয়ার সম্ভাবনাই বেশি।
প্রিমিয়াম ফিচার্স: 5 ইঞ্চি TFT স্ক্রিন, ট্র্যাকশন কন্ট্রোল, রাইড-বাই-ওয়্যার, LED লাইটিং, ব্লুটুথ কানেক্টিভিটি ইত্যাদি ফিচার্স এই বাইকটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে।
কম্ফোর্ট: স্প্লিট সিট এবং সাসপেনশন সিস্টেম রাইডারকে আরামদায়ক যাত্রা করার সুযোগ দেবে।
সুরক্ষা: ডুয়াল চ্যানেল ABS (Anti-lock braking system) সিস্টেম রাইডারের সুরক্ষা নিশ্চিত করে।
সংস্থার তরফে জানানো হয়েছে, ভারতে তৈরি হওয়ায় এই বাইকটির দাম অন্যান্য ইম্পোর্টেড বাইকের তুলনায় কম হতে পারে। বিশেষজ্ঞদের মতে বাইকটির মূল্য ভারতীয় বাজারে আনুমানিক ৪ লক্ষ ২৫ হাজারের আশেপাশে হতে পারে। ভারতীয় বাজারে এই বাইকটি Kawasaki Ninja 400, KTM RC 390 ইত্যাদি বাইকের সাথে পাল্লা দেবে। তবে Aprilia RS 457-এর অনন্য ফিচার্স এবং ডিজাইন এটিকে অন্যদের থেকে আলাদা করে তুলতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।