বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : কয়েক বছর ধরেই গুজব শোনা যাচ্ছিল মার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগল নিজস্ব ব্র্যান্ডেড স্মার্টওয়াচ নিয়ে কাজ করছে। তবে সম্ভবত সেই গুজবই সত্যি হতে যাচ্ছে। আগামী বছরেই নিজেদের তৈরি প্রথম স্মার্টওয়াচ উন্মোচনের পরিকল্পনা করছে গুগল।
ইনসাইডারের বরাত দিয়ে খবরে আরও বলা হয়, গুগলের এই প্রথম স্মার্টওয়াচের কোডনেম ‘রোহান’। গোলাকার ডিসপ্লের এ ডিভাইসটি হবে চোখ জোড়ানো। থাকবে না কোনো ফিজিক্যাল বেজেল।
তুলনা হিসাবে এটি অনেকটা গ্যালাক্সি ওয়াচ ৪ এর মতো হবে। ভেতরে অনেকটা সাধারণ স্মার্টওয়াচের মতোই হবে রোহান। থাকবে হৃদস্পন্দন সেন্সর। আর এর ব্যাটারি প্রায় প্রতিদিনই চার্জ দেওয়ার প্রয়োজন পড়বে।
দামের দিক থেকে ফিটবিটের চেয়েও দামি হবে এটি এবং অ্যাপল ওয়াচের যোগ্য প্রতিদ্বন্দ্বী হিসাবে দেখা মিলতে পারে। স্মার্টওয়াচটিতে গুগল প্ল্যাটফরম তথা ওয়ার ওএস ব্যবহৃত হবে। এ বিষয়ে গুগলের পক্ষ থেকে অবশ্য কিছু বলা হয়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।