আন্তর্জাতিক ডেস্ক : মানুষের মত ছাগলেরও চাকরি হয়! অবিশ্বাস্য হলেও এটাই সত্য। টেক জায়ান্ট গুগল কার্বন ফুটপ্রিন্ট কমাতে প্রতিবছর দুইশ ছাগল ভাড়া করে। খবর স্ল্যাশ গিয়ারের।
২০০৯ সালে মার্কিন ছাগল পালনকারী প্রতিষ্ঠান ‘ক্যালিফোর্নিয়া গ্রেজিং’-এর সঙ্গে একটি চুক্তি করে গুগল। চুক্তি মোতাবেক গুগলকে প্রতিবছর দুইশ ছাগল সরবরাহ করে খামার কর্তৃপক্ষ।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউ শহরে অবস্থিত গুগলের সদর দপ্তরের বাইরের বিস্তীর্ণ চত্বরের ঘাস ও ঝোপঝাড় খেয়ে পরিষ্কার করে দেয় এই ছাগলগুলো।
মাঠের ঘাস পরিষ্কার করার জন্য সাশ্রয়ী ও পরিবেশবান্ধব পদ্ধতির ব্যবহার করতেই মূলত ছাগল ভাড়া করা হয়ে থাকে।
ঘাস কাটার যন্ত্রে সাধারণত জ্বালানি হিসেবে পেট্রোলিয়াম ব্যবহার করা হয়। তার সঙ্গে প্রয়োজন হয় এটি পরিচালনার জন্য মানুষের। ছাগলের ক্ষেত্রে এদের কোনোটির প্রয়োজন হচ্ছে না। ফলে সহজেই কম খরচে ঘাস পরিস্কার করা যায়।
এ ছাড়া ঘাস কাটা যন্ত্রের শব্দ এবং এর ঘূর্ণায়মান ব্লেডের কারণে চত্বরে ঘাস ও ছোট গাছের সঙ্গে বাস্তুসংস্থান গড়ে তোলা ছোট ছোট প্রাণী ও পোকামাকড়ের ক্ষতি হয়। ছাগল দিয়ে ঘাস কাটায় এ ধরণের কোন সমস্যাই হয় না।
গত বছর মোট ১ লাখ ৮৭ হাজার কর্মী নিয়োগ দিয়েছে টেক জায়ান্ট গুগল। সফটওয়্যার ইঞ্জিনিয়ার, অ্যাপ ডেভেলপারসহ বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হয় প্রতিষ্ঠানটিতে। সম্প্রতি ১২ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘটনাও ঘটেছে গুগলে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।