বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ফুরিয়ে আসছে গুগল অ্যাকাউন্টে ঢুকতে পাসওয়ার্ডের প্রয়োজনীয়তা। এখন থেকে গুগলভিত্তিক যে কোনো অ্যাপে ঢুকতে আর লাগবে না পাসওয়ার্ড।
সম্প্রতি গুগলের পক্ষ থেকে জানানো হয়, পাসওয়ার্ডের বদলে পাস-কি ব্যবহারের প্রচলন করেছে গুগল, যা পাসওয়ার্ডের থেকে শক্তিশালী এবং ব্যবহার তুলনামূলকভাবে সহজ।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, কনফারমেশন কোড বা আঙুলের ছাপ কিংবা ফেস রিকগনিশন ব্যবহার করে পাস-কি-এর মাধ্যমে নিজের গুগল অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন ব্যবহারকারীরা।
যেখানে পাসওয়ার্ড জানলে যে কোনো ডিভাইস থেকে গুগল অ্যাকাউন্টে প্রবেশ করা যেত, যা অনেক ক্ষেত্রেই ছিল অনিরাপদ; সেখানে এখন থেকে পাস-কি ব্যবহার করে বিশ্বাসযোগ্য ডিভাইসের মাধ্যমে নিজের সঠিক অস্তিত্ব নিশ্চিত করে লগ-ইন করতে পারবেন ব্যবহারকারীরা।
এ বিষয়ে গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে, যে কেউ চাইলেই অ্যাকাউন্ট হ্যাক করতে পারে। হ্যাকের কথা বাদ দিলেও পাসওয়ার্ড চুরি করা অস্বাভাবিক কিছু নয়। এতে শুধু অ্যাকাউন্ট নয়, বরং ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্যও ঝুঁকির মুখে পড়তে পারে।
তাই এসব ঝামেলা এড়াতে এবং গুগল ব্যবহার আরও নিরাপদ করতে পাস-কি-এর দিকে গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি।
গুগলের এ সিদ্ধান্তে খুশি ব্যবহারকারীরাও। তারা বলছেন, পাসওয়ার্ড দুর্বল হলে সেটি হ্যাক করা সহজ। এদিকে নানা রকমের সংকেত ব্যবহার করে শক্তিশালী পাসওয়ার্ড দিলে সেটি মনে রাখা দুঃসাধ্য। এ জন্য অনেক সময় পাসওয়ার্ড কোথাও লিখে রাখতে হয়। এতে আবার পাসওয়ার্ড ভুলে যাওয়ার কিংবা চুরি হওয়ার আশঙ্কা থাকে। ফলে পাসওয়ার্ড পদ্ধতির থেকে পাস-কি পদ্ধতি অনেক সুবিধাজনক।
এ ছাড়া পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করতে যে সময় লাগে তার চেয়ে ৪০ শতাংশ কম সময়ে পাস-কি-এর মাধ্যমে গুগল অ্যাকাউন্টে লগ-ইন করা সম্ভব বলেও দাবি করেছে ব্রিটিশ গণমাধ্যম দ্য ইনডিপেনডেন্ট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।