বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : অ্যান্ড্রয়েডে গুগল অ্যাকাউন্ট তৈরি করার পর সেই নাম সব সার্ভিসে স্বয়ংক্রিয়ভাবে ব্যবহার হয়—যেমন জিমেইল, ইউটিউব, ড্রাইভ, ম্যাপস ও ফটোজ। তবে প্রয়োজন হলে ব্যবহারকারী এই অ্যাকাউন্টের নাম পরিবর্তন করতে পারেন।
তখনই পড়তে হয় বিড়ম্বনায়। যদিও কাজটি এতটা সহজে হয় না। সেই কারণে অনেকেই নতুন অ্যাকাউন্ট খোলার পথ বেছে নেয়। তবে নির্দিষ্ট কিছু ধাপ জানা থাকলে দরকার হবে না নতুন অ্যাকাউন্টের।
অ্যান্ড্রয়েডে গুগল অ্যাকাউন্টের নাম যেভাবে বদলাবেন—
প্রথমে গুগলে ট্যাপ করুন।
পরে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে যান।
ওপরের দিকে থাকা পারসোনাল ইনফো অপশনে ক্লিক করুন।
এবার বেসিক ইনফোর অধীনে ‘নেম’ অপশন থাকবে। সেখানে ক্লিক করে এডিট অপশন থেকে নাম পরিবর্তন করুন।
Vivo V50e 5G : আধুনিক ফিচার ও শক্তিশালী স্পেসিফিকেশন নিয়ে লঞ্চ হতে চলেছে এই ফোন
এক্ষেত্রে আপনার পাসওয়ার্ড চাইতে পারে।
শেষে ডান অপশনে ক্লিক করুন।
ব্যাস হয়ে গেল অ্যান্ড্রয়েডে গুগল অ্যাকাউন্টের নাম বদল।
সূত্র: গেজেটস নাউ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।