জুমবাংলা ডেস্ক : সাধারণ জ্ঞান এমন একটি বিষয়, যা মানুষের নলেজকে বুস্ট করে তোলে। এর মাধ্যমে দেশ বিদেশের অনেক তথ্য জানা যায়। এগুলি যেমন মনে রাখার জন্য মুখস্থ করতে হয় না তেমন পড়তেও ভালো লাগে। এছাড়া অনেক চাকরির পরীক্ষায় ও ইন্টারভিউতে এই ধরনের প্রশ্ন করা হয়। এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হয়েছে।
১) প্রশ্নঃ যানবাহনের ধোঁয়া থেকে নির্গত কোনটি ক্ষতিকারক?
উত্তরঃ সিসা।
২) প্রশ্নঃ মানুষের চোখের কোন অংশে প্রতিবিম্ব উৎপন্ন হয়?
উত্তরঃ রেটিনাতে।
৩) প্রশ্নঃ পৃথিবীর সর্বশেষ কোন দেশটি স্বাধীন হয়?
উত্তরঃ দক্ষিণ সুদান (২০১১ সাল)।
৪) প্রশ্নঃ নীলনদ কয়টি দেশের মধ্য দিয়ে অতিক্রম করেছে?
উত্তরঃ ১১টি দেশ।
৫) প্রশ্নঃ সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে মোট কতগুলি রাষ্ট্র তৈরি হয়েছে?
উত্তরঃ ১৫টি।
৬) প্রশ্নঃ বিশ্বের প্রথম ধূমপানমুক্ত দেশ কোনটি?
উত্তরঃ ভুটান।
৭) প্রশ্নঃ সর্বাধিক রাষ্ট্রভাষার দেশ কোনটি?
উত্তরঃ ভারতবর্ষ।
৮) প্রশ্নঃ কালো মাটি কোন ফসলের জন্য সবচেয়ে উপযোগী?
উত্তরঃ তুলা চাষের জন্য।
৯) প্রশ্নঃ জানেন Google এর পূর্ণরূপ কী?
উত্তরঃ Global Organization of Oriented Group Language of Earth (গ্লোবাল অর্গানাইজেশন অফ ওরিয়েন্টেড গ্রুপ ল্যাঙ্গুয়েজ অফ আর্থ)।
১০) প্রশ্নঃ স্মার্টফোনে কোন ব্যাটারি ব্যবহার করা হয়?
উত্তরঃ লিথিয়াম আয়ন ব্যাটারি।
১১) প্রশ্নঃ আয়তনের বিচারে ভারত পাকিস্তানের চেয়ে কত গুন বড়?
উত্তরঃ ৪ গুণেরও বেশি।
১২) প্রশ্নঃ গ্রেট রেড স্পট কোন গ্রহে দেখা যায়?
উত্তরঃ সৌরজগতের বৃহত্তম গ্রহ বৃহস্পতিতে।
১৩) প্রশ্নঃ ভারতের দ্বিতীয় সর্বাধিক আঞ্চলিক ভাষা কোনটি?
উত্তরঃ বাংলা ভাষা।
১৪) প্রশ্নঃ ভারতে একমাত্র ফাঁসির দড়ি কোন জেলে তৈরি হয়?
উত্তরঃ ফাঁসির দড়ি এ দেশে শুধু বকসর জেলেই তৈরি হয়।
‘গাছেরও প্রাণ আছে’, কোন গাছ দেখে আবিষ্কার করেছিলেন জগদীশচন্দ্র বসু
১৫) প্রশ্নঃ জানেন Google এর বাংলা কী?
উত্তরঃ Google শব্দটি এসেছে Googol (গোগল) শব্দ থেকে, যার মানে হলো ১ এর পিছনে ১০০টি শূন্য।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।