বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : এখন থেকে রিয়েল টাইমে উত্তর দেবে গুগলের এআই চ্যাটবট বারড। সংবাদমাধ্যম নাইনটুফাইভ-এর সূত্রে জানা যায়, আগে যেখানে উত্তর তৈরি হওয়ার পরে গুগল একটি মেসেজ দিয়ে জানাতো এখন তা সঙ্গে সঙ্গেই পাওয়া যাচ্ছে।
তবে ব্যবহারকারী চাইলে দুইভাবে উত্তর নিতে পারবে। আগের মতো অথবা রিয়েল টাইমে। এটি নির্ধারণ করতে চাইলে বারড উইন্ডোর উপরের ডান পাশে আইকনে প্রেস করে উত্তরের ধরন নির্বাচন করে নেওয়া যাবে। তবে বারড ছাড়াও বিং চ্যাট ও মাইক্রোসফটের এআই চ্যাটবটও রিয়েল টাইমে উত্তর দিচ্ছে।
এবার চুমুর ভিডিও দিয়ে প্রেমিককে পরিচয় করালেন অমলা পল
এছাড়া বারডের আরও একটি সুবিধা হলো ব্যবহারকারী যদি উত্তর জেনারেট হওয়ার আগেই প্রশ্ন পরিবর্তন করতে চান তাহলে সেটাও করতে পারবে। প্রশ্ন দেওয়ার সময় উত্তর জেনারেট হওয়ার সময় প্রম্পট বক্সের উপরে “স্কিপ রেসপন্স” নামে। এই বাটনে প্রেস করলে উত্তর জেনারেট করা বন্ধ হয়ে যাবে এবং প্রশ্ন এডিট করার সুযোগ থাকবে তখন। উত্তর ক্যাজুয়াল এবং প্রফেশনাল এই দুইভাবেও পাওয়ার উপায় আছে। জিমেইলে ই-মেইলগুলোকে সামারাইজ করে ই-মেইলকে সহজে বোঝার উপায়ও করে দেবে গুগলের এআই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।