সাংবাদিকদের জন্য এআই টুল আনল গুগল

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : সংবাদ লিখতে সহায়তা করতে এবার সাংবাদিকদের জন্য নতুন এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) টুল এনেছে গুগল। যে টুল নানা কাজে সাংবাদিকদের সহায়তা করবে বলে দাবি মার্কিন প্রযুক্তি কোম্পানিটির।

এ বিষয়ে গুগল ওয়াশিংটন পোস্ট, ওয়াল স্ট্রিট জার্নাল ও নিউইয়র্ক টাইমসের সাথে আলোচনাও করেছে বলে জানা গেছে।

গুগল মুখপাত্র জানিয়েছেন, এই এআই টুল সাংবাদিকদের হেডলাইন ও লেখার ধরণ ভিন্ন করতে সাহায্য করতে সাহায্য করবে। এছাড়া আইডিয়া দিয়েও সাংবাদিকদের সাহায্য করবে এআই টুলটি।

গুগলের দাবি, সাহায্য করলেও কোনোভাবেই এই এআই টুল প্রতিবেদন লেখা, ফ্যাক্ট চেক করার মতো কাজে সাংবাদিকদের বিকল্প হিসেবে ব্যবহার হবে না।

সূত্র: রয়টার্স

বাংলাদেশ থেকে ৪২ লাখ ভিডিও সরিয়ে নিয়েছে টিকটক