Google Chrome ব্যবহারকারীদের জন্য সুখবর

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: কিছু সার্চ করার প্রয়োজন হলে এখনকার দিনে Google Chrome (গুগল ক্রোম)-এর কথাই সর্বপ্রথম আমাদের মাথায় আসে। অনর্গল একের পর এক ট্যাব ওপেন করে আমরা ক্রমাগত আমাদের প্রয়োজনীয় বিভিন্ন তথ্যের অনুসন্ধান করা চালিয়ে যাই। ফলস্বরূপ দিনের শেষে একগুচ্ছ ট্যাব ওপেন করা হয়ে যায়, এবং তারপর একটা-একটা করে সেগুলিকে ক্লোজ করতে হয়। তবে Google Chrome-এ সম্প্রতি একটি নতুন ফিচার আসতে চলেছে বলে খবর পাওয়া গেছে, যার ফলে এই সমস্ত ওপেন করা ট্যাবগুলিকে এক নিমেষেই ক্লোজ করে দেওয়া যাবে।

জানা গেছে যে, টেক জায়েন্ট গুগল ‘Close all tabs’ নামক একটি নতুন মেনু অপশন অ্যাড করতে চলেছে। Chrome Canary 100-এর chrome://flags পেজ থেকে এই ফিচারটিকে এনাবেল করলে, ‘Close all tabs’ মেনুটি সিলেক্ট করলে একটি নতুন কনফার্মেশন পপ-আপ শো করবে। এই ডায়ালগ বক্সটি স্ক্রিনে আসলে ইউজাররা তাদের ওপেন করা ট্যাবগুলি ক্লোজ না করতে চাইলে Cancel বাটনটি (বা তাদের ডিভাইসের back বাটনটি) প্রেস করতে পারেন। কিন্তু যদি তারা ওপেন করা সমস্ত ট্যাবগুলি ক্লোজ করতে চান, তাহলে ‘Close all tabs’ বাটনটিকে প্রেস করতে হবে। ‘Close all tabs’-এ সিলেক্ট করলে সমস্ত ট্যাবগুলি তৎক্ষণাৎ মুছে যাবে এবং ব্রাউজারটি বন্ধ হয়ে যাবে।

তবে Canary বিল্ড আনস্টেবল হওয়ায় এই ফিচারটির অ্যাক্সেস পাওয়ার জন্য ইউজারদের বিটা বা স্টেবল ভার্সনে রিলিজ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে স্টেবল বা বিটা ভার্সনে গুগল কবে এই ফিচারটি রোলআউট করবে, সে সম্পর্কে সংস্থার তরফ থেকে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। তাই আদৌ এই ফিচারটি প্রথমে বিটা ভার্সনে রোলআউট হয়ে পরবর্তীকালে স্টেবল ভার্সনে আসবে, নাকি গুগল সরাসরি এটিকে রেগুলার সেটিংসে এনাবেল করবে, সে বিষয়েও এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

যে দেশে বাড়ির চেয়েও পুরনো গাড়ির দাম বেশি!

তবে ইউজাররা যদি এই ফিচারটি টেস্ট করতে চান, তবে তাদের Chrome Canary ডাউনলোড করতে হবে। যেহেতু এটি এখনও কোনো রিলিজ চ্যানেলে রোলআউট হয়নি, তাই Google আদৌ শেষ পর্যন্ত এই ফিচারটিকে সবার জন্য অ্যাক্সেসযোগ্য করে তুলবে কি না, সে বিষয়টিও স্পষ্ট নয়। ফলে এই ফিচারটির ভবিষ্যৎ ঠিক কী, তার উত্তর একমাত্র সময়ের কাছেই আছে।