বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বহুল ব্যবহৃত ক্রোম ব্রাউজারে পাসওয়ার্ডের বদলে ‘পাসকি’ ব্যবহারের নতুন ফিচার চালু করেছে গুগল। অক্টোবর মাস থেকে টানা কয়েক সপ্তাহ নতুন ফিচারটি নিয়ে পরীক্ষা চালানোর পর ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ক্রোম ওএসের স্টেবল চ্যানেলেও পাসওয়ার্ডবিহীন নিরাপদ লগইন প্রক্রিয়াটি কার্যকর করেছে তারা।
প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ জানিয়েছে, উইন্ডোজ ১১, ম্যাকওএস ও অ্যান্ড্রয়েড নির্ভর ডিভাইসে কাজ করবে নতুন ফিচারটি।
অ্যান্ড্রয়েড বা অন্যান্য ডিভাইস থেকেও পাসকি সমন্বয়ের সুযোগও রেখেছে গুগল। তাদের নিজস্ব পাসওয়ার্ড ম্যানেজার ছাড়াও ‘ওয়ানপাসওয়ার্ড’ অথবা ‘ড্যাশলেইন’-এর মতো তৃতীয় পক্ষীয় পাসওয়ার্ড ম্যানেজারের মাধ্যমেও পাসকি সমন্বয়ের কাজটি করতে পারবেন ব্যবহারকারী।
‘ইউনিক আইডেন্টিটি কি’ হিসেবে কম্পিউটার বা মোবাইল ফোনে সংরক্ষণ করতে হয় পাসকি। নিজস্ব সেবায় ‘পাসকি এপিআই’ ব্যবহার করে এমন ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশনে ডিভাইসের বায়োমেট্রিক্স বা ভিন্ন কোনো নিরাপদ পরিচয় নিশ্চিতকরণ প্রযুক্তির সঙ্গে ‘পাসকি’র সমন্বয়ে ব্যবহারকারীকে লগ-ইন করতে দেয়।
ভার্জ লিখেছে, পাসওয়ার্ড ফাঁস হওয়ার বা বেহাত হওয়ার শঙ্কা না থাকায় ‘পাসকি’র ব্যবহার তুলনামূলক নিরাপদ।
অন্যদিকে, অ্যাপল, গুগল ও মাইক্রোসফটের মত টেক জায়ান্টরা এ প্রযুক্তি ও নাম সর্বজনীন ফিচার হিসেবে প্রচলনের চেষ্টা করছে। ফলে অদূর ভবিষ্যতে ডিভাইস ও প্ল্যাটফর্ম নির্বিশেষে ‘পাসকি’ ফিচারের উপস্থিতি প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
‘পাসকি’ প্রযুক্তি পাবলিক কি ক্রিপ্টোগ্রাফির ‘ফিডো মান’ নির্ভর হওয়ায় প্ল্যাটফর্ম নির্বিশেষ এর প্রয়োগ সম্ভব। তবে, ক্রোম ও অন্যান্য ব্রাউজারে পাসকি প্রযুক্তির বহুল প্রচলন অনেকাংশে নির্ভর করছে ইন্টারনেটের ওয়েবসাইটগুলো ‘WebAuthn API’ ব্যবহার করছে কি না তার ওপর; এর অনুপস্থিতিতে পাসকি ব্যবহারের সুযোগ থাকবে না।
ভার্জ জানিয়েছে, ইতোমধ্যেই বেস্ট বাই-এর মতো বেশ কিছু অনলাইন স্টোর ‘WebAuthn API’-এর ব্যবহার শুরু করেছে; পেপালও নিজস্ব সেবায় এটি চালু করেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।