বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: শিশুদের আরো উন্নত শিখন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করতে অনলাইন লার্নিং প্লাটফর্মে নতুন ফিচার যুক্ত করার ঘোষণা দিয়েছে গুগল। ইন্টারেকটিভ লেসন ও রিয়েল টাইম ফিডব্যাকের মাধ্যমে এটি বাস্তবায়ন করা হবে। খবর টেকরাডার।
গুগল ক্লাসরুমে আলাদাভাবে অনুশীলন অপশন চালু থাকবে। যারা শিক্ষাদান কার্যক্রমের সঙ্গে যুক্ত, তারা শিক্ষাদানের সঙ্গে সম্পৃক্ত কনটেন্টগুলোকে ইন্টারেকটিভ অ্যাসাইনমেন্টে রূপান্তরিত করতে পারবেন। অটোগ্রেডিং টুল যুক্ত থাকায় খাতা দেখার মতো কাজে ব্যস্ত থাকার পরিবর্তে শিক্ষাদানের সঙ্গে সম্পৃক্তরা শিক্ষার্থীদের প্রয়োজন ও চাহিদার বিষয়টি দেখভাল করতে পারবেন। অনুশীলন সেটের মাধ্যমে শিক্ষকরা কোন পদ্ধতিতে ভালো ফল পাওয়া যাচ্ছে, সেটি নির্ধারণের পাশাপাশি কোন কোন শিক্ষার্থীর আলাদা যত্নের প্রয়োজন তাও জানতে পারবেন।
অনুশীলন সম্পন্ন করার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীরা রিয়েল টাইম ফিডব্যাক পাবে। ফলে তারা সঠিকভাবে পড়াশোনা করছে কিনা সে বিষয়ে পরিষ্কার ধারণা পাবে। উদাহরণস্বরূপ কোনো শিক্ষার্থী যদি কোনো সমস্যা সমাধানে ব্যর্থ হয়, তাহলে ভিজুয়াল ও ভিডিও সংকেতের মাধ্যমে সেটি সমাধান করতে পারবে। এরপর যখন তারা সঠিক উত্তর পাবে, তখন তাদের সাফল্য উদযাপনে অনুশীলন সেটে ফান অ্যানিমেশন দেখাবে।
নতুন ব্লগপোস্টের তথ্যানুযায়ী, কয়েক মাসের মধ্যে এ ফিচার সমৃদ্ধ বেটা ভার্সন উন্মুক্তের অংশ হিসেবে গুগল বেশ কয়েকটি স্কুলে অনুশীলন সেটের পরীক্ষা চালাচ্ছে। গুগল ক্লাসরুমে অনুশীলন সেট যুক্ত হওয়ার পর যেসব শিক্ষাপ্রতিষ্ঠান, গবেষণা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষাদানকারীরা যুক্ত, তারা ফিচারটি পরীক্ষা করতে পারবেন।
সম্প্রতি ল্যাংগুয়েজ মডেল ও ভিডিওর জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে যে উন্নয়ন হয়েছে সেটির কারণেই নতুন এ শিক্ষা পদ্ধতি কার্যকরে পদক্ষেপ গ্রহণ সম্ভব হচ্ছে। এর অংশ হিসেবে গুগল ক্লাসরুমে অ্যাডাপ্টিভ লার্নিং প্রযুক্তি চালু করতে গুগল অনুশীলন সেট নিয়ে কাজ করছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।