বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : নিরাপত্তা বিবেচনায় গোপনে ব্রাউজিং করার জন্য ক্রোম ব্রাউজারে ইনকগনিটো মোড ব্যবহার করেন অনেক গুগল ব্যবহারকারী। অন্যান্য ব্রাউজিং মাধ্যমগুলোতেও এ ধরনের সুবিধা রয়েছে। এখানে ব্যবহারকারীর অ্যাক্টিভিটি সেভ হয় না। যে কারণে অনেকে প্রাইভেট ব্রাউজিং করার জন্য এই মোড বেছে নেন। তবে, এসব তথ্য ঠিকই থেকে যাচ্ছে গুগলের কাছে।
এবার এসব তথ্য ডিলিট করার চাপে পড়েছে প্রযুক্তি প্রতিষ্ঠানটি। বার্তা সংস্থা রয়টার্স বলছে, সান ফ্রান্সিসকোর ফেডারেল আদালতে সোমবার এই সংক্রান্ত একটি প্রস্তাব আনা হয়। এই প্রস্তাব যদি ডিসট্রিক্ট জজ ইউনি গঞ্জালেজ রজার্স অনুমোদন দেন, তাহলে লাখো মার্কিনের গোপন এসব তথ্য ডিলিট করতে হবে গুগলকে।
এরই মধ্যে গুগল এসব তথ্য ডিলিট করতে রাজিও হয়েছে। এর আগে তাদের বিরুদ্ধে অকল্যান্ডে অভিযোগ করা হয়। ক্ষতিপূরণ হিসেবে চাওয়া হয় ৫০০ কোটি ডলারের বেশি। সব মিলিয়ে ৭৮০ কোটি ডলার দেওয়ার মুখে পড়ে গুগল। তবে এসব ক্ষতিপূরণের দিকে হাঁটেনি গুগল। তাই ডেটা মুছে ফেলার সিদ্ধান্ত নিয়েছে।
তবে, ব্যক্তিগতভাবে কোনো ইউজার চাইলে গুগলের বিরুদ্ধে মামলা করতে পারবে। সেক্ষেত্রে তিনি জরিমানাও পেতে পারেন। ২০১৬ সালের ১ জুন থেকে এসব ডেটা আমলে নেওয়া হবে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, আগামী ৩৯ জুলাই এ নিয়ে শুনানি হওয়ার কথা। এরপর ডিসট্রিক্ট জজ ইউনি গঞ্জালেজ রজার্স রায় দেবেন। ২০২০ সালের জুনে এই মামলা করা হয়।
এ ব্যাপারে গুগলের মুখপাত্র জর্জ কাস্তানেদা বলেন, ‘এই মামলায় সমঝোতা করতে পেরে আমরা সন্তুষ্ট।’ এসব তথ্য বিক্রি করা হচ্ছে কিনা—তা নিয়ে কিছু বলেননি তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।