বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: ব্যবহারকারীর লেখার মান উন্নয়নে ‘ডকস’-এ নতুন একটি আপডেট আনছে গুগল। এতে নতুন কিছু ফিচার যোগ করায় কষ্ট কমবে ব্যবহারকারীর।
ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারটিতে নতুন কিছু ‘লিখতে সহায়ক’ ফিচার যোগ হচ্ছে, যেগুলোর মধ্যে রয়েছে সমার্থক শব্দ এবং বাক্য গঠনে পরামর্শ প্রদান। –সর্বশেষ ব্লগ পোস্টে জানিয়েছে গুগল।
পাশাপাশি, যে কোনো ধরনের আপত্তিকর ভাষার ব্যবহারে সতর্ক করবে নতুন এ সেবা। এ ছাড়া সেবাটি লেখকদের ‘প্যাসিভ’-এর বদলে ‘অ্যাকটিভ ভয়েস’ ব্যবহারের বিষয়টিও নিশ্চিত করবে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তিবিষয়ক সাইট টেকরেডার।
কোন কোন সুবিধা আসছে
‘স্মার্ট কম্পোজ’ ফিচারটিতে রয়েছে লেখার সঙ্গে সঙ্গেই ব্যবহারকারীর জন্য ‘অটোকমপ্লিট’ পরামর্শের সুবিধা। বেশ কিছু দিন ধরেই বুদ্ধিমত্তার পরিমাপক হিসেবে কাজ করছে গুগল ডকস।
সম্প্রতি, ‘ওয়ার্কস্পেস’-এ কৃত্রিম বুদ্ধিমত্তা-চালিত কার্যকারিতার সুবিধা আনতে প্রচেষ্টা চালাচ্ছে গুগল। এটির লক্ষ্য, ব্যবহারকারীর উৎপাদনশীলতা এবং কাজের মান বাড়ানো।
গুগল সম্প্রতি ঘোষণা দিয়েছে, ডকস এখন যে কোনো ডকুমেন্টের উল্লেখযোগ্য তথ্যের সারসংক্ষেপ করতে সক্ষম, ফলে দীর্ঘ প্রতিবেদন পড়ার বাধ্যবাধকতা কমছে।
অন্যদিকে, ড্রাইভও একটি আপডেট এনেছে গুগল। যেখানে ক্লাউড স্টোরেজ সেবায় ব্যবহারকারী কোন ডকুমেন্ট নিয়ে কোন সময় কাজ করবেন সেটি নির্ধারণ করা যাবে। ফলে, নির্দিষ্ট ফাইল খুঁজতে আর সময় নষ্ট হবে না ব্যবহারকারীর।
নতুন ফিচার আসায় কোম্পানির ‘প্রোডাক্ট সুট’কে আরও বুদ্ধিমান করার প্রচারণায় ডকস এক ধাপ এগিয়ে গেল বলে প্রতিবেদনে উল্লেখ করেছে টেকরেডার।
“আপনি টাইপ করার সঙ্গে সঙ্গেই পরামর্শ চলে আসবে এবং এটি আপনাকে গাইড করবে, যখনই অপ্রয়োজনীয় ও বার বার ব্যবহার করা শব্দ এড়ানোর সুযোগ থাকবে।”– ব্যাখ্যা করেছে গুগল।
“এটি আপনার লেখায় বৈচিত্র্য আনবে এবং পরিস্থিতি অনুযায়ী সবচেয়ে যুতসই শব্দের ব্যবহার নিশ্চিত করবে।”
টুল যখন সক্রিয় থাকবে, তখন পরামর্শ বেগুনী রঙে আন্ডারলাইন করা থাকবে। আন্ডারলাইনটি সিলেক্ট করলে ছোট একটি ‘পপ আপ’ আসবে যেখান থেকে ব্যবহারকারী পরামর্শটি গ্রহন বা বর্জন করতে পারবেন।
পরামর্শ সুবিধাটি ডিফল্ট হিসেবে সুইচ অন করা থাকবে ডকস-এ। তবে পেজের উপরের টুল মেনুতে গিয়ে এটি বন্ধ করতে পারবেন ব্যবহারকারী।
গুগল ডকস-এর নতুন ফিচারগুলো বর্তমানে প্রকাশ হওয়ার প্রক্রিয়ায় আছে। ‘প্রিমিয়াম বিজনেস’ গ্রাহকদের কাছে এটি পৌছাবে এ মাসের শেষ নাগাদ।
নতুন আপডেটটি ‘ওয়ার্কস্পেস এসেনশিয়ালস’, ‘বিজনেস স্টার্টার’ বা ‘এন্টারপ্রাইস এসেনশিয়াল’ গ্রাহকদের কাছে পাওয়া যাবে না বলে প্রতিবেদনে লিখেছে টেকরাডার।
স্যামসাংয়ের উত্থান ঠেকাতে নয়া পরিকল্পনা নিয়ে মাঠে নামলো অ্যাপল
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।