গুগল তাদের সর্বশেষ এবং সবচেয়ে উন্নত রিজনিং মডেল ‘ডিপ থিংক’ এখন থেকে জেমিনাই ২.৫-এর অংশ হিসেবে গুগল এআই আল্ট্রা সাবস্ক্রিপশনধারীদের জন্য উন্মুক্ত করেছে।
এই প্রিমিয়াম সাবস্ক্রিপশন ব্যবহারের জন্য প্রতি মাসে প্রায় ২৫০ ডলার খরচ করতে হবে।
প্রথমবার এই অত্যাধুনিক মডেলটি গুগল তাদের বার্ষিক ডেভেলপার সম্মেলন গুগল আই/ও-তে উপস্থাপন করেছিল। এরপর ‘আর্লি ট্রাস্টেড টেস্টার্স’-এর কাছ থেকে প্রাথমিক প্রতিক্রিয়া নিয়ে সেটি এখন আরও বিস্তৃতভাবে চালু করা হয়েছে বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেট।
গুগলের দাবি অনুযায়ী, এই সংস্করণটি যদি আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশ নিত, তাহলে এটি ব্রোঞ্জ পদক অর্জন করত।
এর আগের উন্নত সংস্করণটি গোল্ড পদক অর্জনের সক্ষমতা রাখলেও সেটি এখনো কেবল গবেষণার জন্য সীমিত পরিসরে কিছু গণিতবিদ ও একাডেমিকদের কাছে উপলব্ধ।
গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে উন্মুক্ত করা এই সংস্করণটি আগের চেয়ে অনেক দ্রুত এবং দৈনন্দিন ব্যবহারের জন্য বেশি উপযোগী।
‘ডিপ থিংক’ মডেলটি গুগলের সবচেয়ে উন্নত রিজনিং প্রযুক্তি, যা প্যারালাল থিংকিং কৌশল ব্যবহার করে কাজ করে। এর ফলে এটি একাধিক ধারণা একসঙ্গে তৈরি করতে এবং সেগুলোর বিশ্লেষণ একযোগে করতে সক্ষম। এ ছাড়াও এটি মাল্টিমোডাল — অর্থাৎ, এটি টেক্সট, ছবি এবং শব্দসহ বিভিন্ন ধরনের ডেটা গ্রহণ ও বিশ্লেষণ করতে পারে।
গুগলের তথ্যমতে, এই মডেলটি একাধিক এআই বেঞ্চমার্কে পরীক্ষা করা হয়েছে, যার মধ্যে রয়েছে হিউম্যানিটিস লাস্ট এক্সাম এবং লাইভকোডবেঞ্চ। এসব পরীক্ষায় এটি ওপেনএআই-এর ও৩, এক্সএআইয়ের গ্রক ৪ এবং গুগলের নিজস্ব জেমিনাই ২.৫ প্রো-কেও অতিক্রম করেছে।
বর্তমানে গুগল এআই আল্ট্রা সাবস্ক্রাইবাররা জেমিনাই অ্যাপের মাধ্যমে ‘ডিপ থিংক’ ব্যবহার করতে পারবেন। তবে প্রতিদিন কতগুলো প্রম্পট ব্যবহার করা যাবে, তার একটি নির্দিষ্ট সীমা থাকবে। যদিও এখনো গুগল সেই সংখ্যাটি স্পষ্টভাবে প্রকাশ করেনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।