বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : নিজেদের ২৫ বছরের ইতিহাসে সবচেয়ে বড় অধিগ্রহণ করার জন্য আলোচনা করছে গুগল।
প্রতিষ্ঠার চার বছরের মাথায় সাইবার নিরাপত্তা কোম্পানি ‘উইজ’কে ২ হাজার ৩০০ কোটি ডলারে কিনে নিতে পারে মার্কিন এই প্রযুক্তি জায়ান্ট – এমনই উঠে এসেছে ওয়াল স্ট্রিট জার্নাল-এর এক প্রতিবেদনে।
সম্ভাব্য এ চুক্তিটি এ যাবত গুগলের সবচেয়ে বড় অধিগ্রহণেরও প্রায় দ্বিগুণ বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট। এর আগে ২০১২ সালে ‘মটোরোলা মবিলিটি’কে এক হাজার দুইশ পঞ্চাশ কোটি ডলারে কিনেছিল গুগল।
বিএমডব্লিউ, ইএ ও সেলসফোর্সসহ বিশ্বের কয়েকটি বড় কোম্পানিকে ক্লাউড সুরক্ষা পরিষেবা সরবরাহ করে উইজ।
অ্যান্ড্রেসেন হরোভিটস, থ্রাইভ ক্যাপিটাল ও অন্যান্য ভেঞ্চার ক্যাপিটালিস্টদের কাছ থেকে ১০০ কোটি ডলার সংগ্রহ করা ‘সিরিজ ই’ ফান্ডিং রাউন্ডে মে মাসে যুক্তরাষ্ট্রভিত্তিক স্টার্টআপটির মূল্য ছিল এক হাজার দুইশ কোটি ডলার।
২০২২ সালে ইতিহাসের দ্রুততম বর্ধনশীল সফটওয়্যার কোম্পানিতে পরিণত হয় উইজ। পাশাপাশি প্রতিষ্ঠার ১৮ মাসেরও কম সময়ের মধ্যে বার্ষিক দশ কোটি ডলার আয় করে কোম্পানিটি।
“রেকর্ড ভাঙা সবসময়ই চমৎকার, তবে আমাদের এ আয়ের বিষয়টি গ্রাহকদের আমরা যে মান দিচ্ছি তার একটি পরিমাপক মাত্র,” সে সময় এক ব্লগ পোস্টে লিখেছিলেন উইজের সহ-প্রতিষ্ঠাতা আসাফ রাপাপোর্ট।
“প্রথম যখন উইজ চালু করি তখন আমরা বিশ্বের নেতৃস্থানীয় বিভিন্ন উদ্যোগ ও তাদের পরিবেশে থাকা সব ধরনের জটিলতা ও অপারেশনাল বিবেচনার কথা মাথায় রেখে একটি পণ্য নকশা করার জন্য প্রস্তুত হই। যে কোনও স্টার্টআপের জন্য এ কাজটি বেশ কঠিন।”
“উইজ বিভিন্ন কোম্পানির সুরক্ষা ব্যবস্থাকে উন্নত করে, তাদের দৃশ্যমানতা বাড়ায় ও ক্লাউডে তাদের ম্যাচিউরিটিতে নতুন ধাপ যোগ করে দিয়েছে।”
উইজ-এর ওয়েবসাইট অনুসারে, ২০২৩ সালে ৩৫ কোটি ডলার আয় করেছে কোম্পানিটি।
তবে সর্বশেষ এ প্রতিবেদন নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি উইজ। আরও তথ্যের জন্য গুগলের সঙ্গে যোগাযোগ করা হলেও সাড়া মেলেনি বলে প্রতিবেদনে লিখেছে ইন্ডিপেনডেন্ট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।