বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : কম্পিউটার ব্রাউজারে নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি যুক্ত করতে চলেছে টেক জায়ান্ট গুগল। এই কৃত্রিম বুদ্ধিমত্তা কম্পিটার ব্যবহারকারীদের গবেষণা কাজ ও শপিংকে (কেনাকাটা) আরো সহজ করে তুলবে। এই কৃত্রিম বুদ্ধিমত্তার নাম দেওয়া হয়েছে, ‘প্রজেক্ট জারভিস’।
রবিবার (২৭ অক্টোবর) যুক্তরাজ্যভিত্তিক বার্তাসংস্থা রয়টার্স এ বিষয়ে একটি খবর প্রকাশ করে।
খবরে বলা হয়, শনিবার এক প্রতিবেদনে জানা গেছে, গুগল কম্পিউটার ব্যবহারকারীদের গবেষণা কাজ ও কেনাকাটা আরো সহজ করতে শিগগিরই ব্রাউজারে নতুন ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত করতে যাচ্ছে। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে- প্রজেক্ট জার্ভিস।
ধারণা করা হচ্ছে, চলতি বছরের ডিসেম্বর মাস নাগাদ এই প্রযুক্তি কম্পিউটার ব্যবহারকারীরা ব্যবহার করতে পারবেন বলে প্রকল্পের সঙ্গে যুক্তরা এ ধারণা দিয়েছেন।
এর আগে চলতি বছরের জুলাই মাসে রয়টার্স আরেকটি প্রতিবেদনে জানিয়েছিল, মাইক্রোসফট চাইছে, ওপেন এআইয়ের (মুক্ত কৃত্রিম বুদ্ধিমত্তা) মাধ্যমে ‘সিইউএ’ (কম্পিউটার-ইউজিং এজেন্ট) স্বয়ংক্রিয়ভাবে কম্পিউটার ব্যবহারকারীদের কাজে সহযোগিতা করবে।
‘অ্যান্থ্রোপিক’ ও ‘গুগল’ চেষ্টা করে যাচ্ছে, এমন একটি এজেন্ট কনসেপ্ট তৈরি করার, যা সফটওয়্যারের মাধ্যমে কম্পিউটার ব্রাউজার ব্যবহারকারীর সঙ্গে সরাসরি যোগাযোগ করতে সক্ষম হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।