বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বছর ঘোরার আগে আপনারও গুগলের নতুন নিয়মগুলি সম্পর্কে অবগত থাকা উচিত। তা না হলে Google এবং অনলাইন পেমেন্ট ব্যবহারকারীদের জীবনে বড় সমস্যা দেখা দিতে পারে।
বছর শেষ হতে হাতে আর মাত্র কয়েকটা দিন বাকি। জানুয়ারি মাস শুরু হবে আর বিভিন্ন ক্ষেত্রে নতুন-নতুন নিয়ম চালু হবে। ব্যাঙ্কিং সেক্টরে আসবে নতুন নিয়ম, গাড়ির দুনিয়াতেও লাগু হবে নতুন নিয়ম। সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগলও কি নতুন কোনও নিয়ম চালু করবে? হ্যাঁ, গুগল-ও নতুন বছরে একাধিক নতুন নিয়ম চালু করবে।
শুধু গুগল কেন, প্রযুক্তি দুনিয়ার আরও একাধিক সংস্থা নতুন বছরে একাধিক নতুন নিয়ম নিয়ে আসতে পারে। তাই, বছর ঘোরার আগে আপনারও Google-এর নতুন নিয়মগুলি সম্পর্কে অবগত থাকা উচিত। তা না হলে Google এবং অনলাইন পেমেন্ট ব্যবহারকারীদের জীবনে বড় সমস্যা দেখা দিতে পারে।
গুগলের তরফে ঘোষণা করা হয়েছে যে, নতুন বছরের জানুয়ারি মাস থেকেই উইন্ডোজ 7 এবং 8.l এর জন্য নতুন ক্রোম সংস্করণ আর সাপোর্ট করবে না। এর অর্থ হল, আপনি উইন্ডোজ 7 এবং 8.1 সংস্করণের ল্যাপটপগুলিতে আর Chrome ব্রাউজ়ার ব্যবহার করতে পারবেন না। কারণ, 2022-এই Windows 7 এবং 8.1 এর অফিসিয়াল সাপোর্ট বন্ধ হয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে 2023 সালের 1 জানুয়ারি থেকেই বেশ কিছু পুরনো ল্যাপটপে আর Google Chrome ব্যবহার করা যাবে না।
কার্ড পেমেন্টে নতুন নিয়ম
ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের ক্ষেত্রে Google সেই কার্ডের নম্বর এবং মেয়াদ শেষ হওয়ার তারিখগুলি আর আগের মতো সংরক্ষণ করবে না। এই অবস্থায় আপনাকে 1 জানুয়ারির পর থেকে অনলাইনে ম্যানুয়ালি পেমেন্টের জন্য কার্ড নম্বরের পাশাপাশি তার তারিখটিও মনে রাখতে হবে। RBI-এর নির্দেশিকা মেনেই এমনটা করছে Google, যাতে অনলাইন পেমেন্ট আগের থেকে আরও নিরাপদ হয়।
Google-এর Stadia গেমিং পরিষেবা বন্ধ
গুগল তার ক্লাউড গেমিং সার্ভিস স্ট্যাডিয়া বন্ধ করে দিচ্ছে। পরিষেবাটি খেলোয়াড়দের জন্য 2023 সালের 18 জানুয়ারি পর্যন্ত লাইভ থাকবে। স্টোরের মাধ্যমে কেনা সমস্ত Stadia হার্ডওয়্যার এবং সেই সঙ্গে Stadia স্টোর থেকে কেনা সমস্ত গেম এবং অ্যাড-অন সামগ্রী ফেরত দেবে Google। খুব বেশি জনপ্রিয় না হওয়ার কারণে গুগল তার স্ট্যাডিয়া ক্লাউড গেমিং পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।