বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : গুগলের বিরুদ্ধে মামলায় আমেরিকার আদালতে বড় জয় পেয়েছে এপিক গেমস। এই মামলাটি ছিলো গুগলের অ্যাপ স্টোর নিয়ে। এপিক গেমসের অভিযোগ ছিলো, গুগল এখানে বেআইনিভাবে একচেটিয়া ক্ষমতা প্রয়োগ করছে। খবর ডয়চে ওয়ার্ল্ড।
এপিক গেমসের সিইও সুইনি সামাজিক মাধ্যমে জানিয়েছেন, “গুগলের বিরুদ্ধে তারা বড় জয় পেয়েছেন। আদালতের রায় তাদের পক্ষে গেছে”।
ক্যালিফোর্নিয়ার আদালতে তিন বছর আগে এই মামলা করা হয়। গত চার সপ্তাহ ধরে এর শুনানি চলছিলো বলে সুইনি জানিয়েছেন। সোমবার তিন ঘণ্টা ধরে শুনানির পর রায় দেয়া হয়।
অ্যাপের মাধ্যমে ডিজিটাল লেনদেন হলে গুগল ১৫ থেকে ৩০ শতাংশ কমিশন নিচ্ছে। অ্যাপলও এই একই কাজ করে। তাদের বিরুদ্ধেও একটি মামলা এখন সুপ্রিম কোর্টে বিচারাধীন।
গুগলের ভাইস প্রেসিডেন্ট উইলসন হোয়াইট জানিয়েছেন, তারা এই রায়ের বিরুদ্ধে আবেদন জানাবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।