‘ম্যাজিক কম্পোজ’ চালু করার বিষয়টি ২০২৩ সালে নিজস্ব সন্মেলন গুগল আই/ও-তে ঘোষণা করে সার্চ জায়ান্ট গুগল। প্রারথমিকভাবে কেবল মার্কিন যুক্তরাষ্ট্রে সীমাবদ্ধ থাকলেও এখন বিশ্বের বেশ কিছু দেশে দেখা যাচ্ছে ফিচারটি।
ম্যাজিক কম্পোজ গুগল মেসেজের একটি পরীক্ষামূলক ফিচার। কোম্পানির জেনারেটিভ এআই প্রযুক্তির সাহায্যে ম্যাজিক কম্পোজ ব্যবহারকারীর বার্তার প্রেক্ষাপটের সঙ্গে মিল রেখে নানা ধরনের পরামর্শ তৈরি করতে পারে বলে উল্লেখ করা আছে গুগলের ওয়েবসাইটে।
প্রযুক্তি বিষয়ক সাইট ৯টু৫গুগল তাদের প্রতিবেদনে লিখেছে, চালু হওয়ার পরে পুরনো ইউআই-এর বাম দিকে অথবা নতুন নকশা করা টেক্সট ফিল্ডের ইমোজি শর্টকাটের পরে দেখা যেতে পারে ম্যাজিক কম্পোজ। ফিচারটির আরও বিস্তারিত দেখতে পাওয়া যাবে বেটা চ্যানেলে।
ব্যবহারকারী পেনসিল ও স্পার্কল চিহ্নে ট্যাপ করার পরে, প্রাসঙ্গিক মেসেজের পরামর্শ তৈরি করতে ম্যাজিক কম্পোজ পূর্বের ২০টি বার্তা, ইমোজি, প্রতিক্রিয়া ও ইউআরএল পাঠাবে গুগলের কাছে।
বিভিন্ন সংযুক্তি, ভয়েস মেসেজ, বা ছবি গুগল সার্ভারে না গেলেও ছবির ক্যাপশন বা ভয়েস ট্রান্সক্রিপশন পাঠানো হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে ৯টু৫গুগল।
তবে, পরামর্শ তৈরির পরে “সার্ভার থেকে বার্তা মুছে ফেলবে” গুগল। এগুলো ‘মেশিন লার্নিং মডেলের প্রশিক্ষণ’ দিতে সংরক্ষণ বা ব্যবহার করা হবে না বলে জানিয়েছে কোম্পানিটি।
পরবর্তীতে ব্যবহারকারীরা পরামর্শের একটি তালিকা পাবেন যার মধ্যে একটি নির্বাচন করলে সে বার্তাটি ‘টেক্সট ফিল্ডে’ স্থাপন করা হবে। কোন ব্যবহারকারী আগে থেকেই কিছু লিখে ম্যাজিক কম্পোজ চালু করার পর সাতটি ধরনে বার্তাটি পরিবর্তন করার সুযোগ থাকবে। যার মধ্যে রয়েছে ‘রিমিক্স’,’এক্সাইটেড’, ‘চিল’, ‘শেক্সপিয়ার’, ‘লিরিক্যাল’, ‘ফর্মাল’ ও ‘শর্ট’।
প্রাথমিক উন্মোচনে ফিচারটি শুধু ‘মার্কিন সিমসহ, ইংরেজি অ্যান্ড্রয়েড ফোন’-এর জন্য ছিল। তবে, বিগত কয়েক সপ্তাহে এটি ফ্রান্স ও যুক্তরাজ্যে ব্যবহৃত হওয়ার খবর এসেছে বলে উল্লেখ রয়েছে প্রতিবেদনে।
গুগল মেসেজ এবং ক্যারিয়ার পরিষেবাগুলোর জন্য ব্যবহারকারীকে প্লে স্টোর বেটায় থাকতে হবে, তার গুগল অ্যাকাউন্টে সাইন ইন করা থাকতে হবে এবং অবশ্যই ১৮ বছরের বেশি বয়সী হতে হবে৷ পাশাপাশি, গুগল প্রিমিয়াম ওয়ান সদস্যরা পাবেন বিশেষ অগ্রাধিকার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।