গুগলের মেসেজিং সেবা নিয়ে গ্রাহকদের বেশকিছু অভিযোগ ছিলো। গুগল অবশেষে একটি স্থায়ী সমাধানের দিকে যাচ্ছে। গুগল মেসেজিং হলো কোম্পানির মূল পরিষেবার একটি। তবে অ্যাপল এর ডিভাইসে আপাতত এই সেবা কোন কাজে দিবে না। আপনার ব্যক্তিগত পিসি থেকেই যেনো গুগলের ম্যাসেজ সার্ভিস ব্যবহার করতে পারেন সেজন্য কোম্পানি কৌশল অবল্বন করেছে।
যদিও গুগলে এর নিজস্ব ডেস্কটপ অপারেটিং সিস্টেম আছে, আপনার কম্পিউটার থেকে বার্তা পাঠাতে ক্রোমের ব্যবহার আবশ্যক নয়। আপনার যা দরকার তা হল একটি ওয়েব ব্রাউজার। আপনার কম্পিউটারে কীভাবে গুগল মেসেজিং সেবা কীভাবে ব্যবহার করবেন তা বিস্তারিত বর্ণনা করা হচ্ছে।
যদিও যুক্তরাষ্ট্রভিত্তিক স্মার্টফোনে এই পরিষেবা প্রি-ইন্সটল করা হয়। তবে পিক্সেল ও স্যামসাং এর ডিভাইসে ১ম দিন থেকেই এই সেবা নাও পেতে পারে। অবশ্য ডিভাইসের সকল বার্তা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন।
এটিকে আপনার ডিফল্ট এসএমএস অ্যাপ হিসাবে সেট করুন এবং নিম্নের ধাপ অনুসরণ করুনঃ
১. আপনার কম্পিউটার থেকে গুগল মেসেইং ওয়েবসাইটে যান।
২. উপরের ডানদিকের কর্ণার এ “Messages for Web” বাটনে ক্লিক করুন৷
৩. মেসেজিং পরিষেবা ব্যবহারের জন্য ওয়েব ক্লায়েন্ট চালু করতে হবে। (এটি চালু করার জন্য আপনাকে আপনার গুগল অ্যাকাউন্টে সাইন ইন করতে হবে না।)
৪. Messages অ্যাপটি চালু করুন।
৫. উপরের ডানদিকের মেনু থেকে “Device Pairing” নির্বাচন করুন।
৬. ফোনের ক্যামেরা থেকে QR কোড স্ক্যান করুন।
৭. আপনার ফোনের সাথে ডেস্কটপ কানেক্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
৮. আপনার ফোন এবং আপনার কম্পিউটার উভয়ই পুনরায় reload হবে।
৯. ব্রাউজারেরবাম দিকে কথোপকথনের তালিকা দেখতে পারবেন।
এখান থেকে ব্রাউজারের মেসেজ আপনার ফোনের মতোই ব্যবহার করতে ও পড়তে পারবেন। এমনকি আপনি যদি আপনার গুগল অ্যাকাউন্টে সাইন ইন না করে থাকেন, তবুও স্মার্টফোনের সাথে আপনার কম্পিউটারের গুগল মেসেজিং সেবা কানেক্ট করা থাকবে।
আপনি ইচ্ছা করলে ডার্ক মোড চালু বা বন্ধ করতে পারবেন। কীবোর্ডের সাহায্যে বার্তা পাঠানোর ধরন পরিবর্তন করতে পারেন।
আপনি এই সেবা একই সময়ে একটি ডিভাইসে ব্যবহার করতে পারবেন। পিসির সাথে স্মার্টফোন কানেক্ট কর থাকলেও আপনি যখন আপনার কম্পিউটারে ফিরে আসবেন তখন আপনাকে এই প্রক্রিয়াটি পুনরাবৃত্তি করতে হতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।