Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home গুগলের এক গুচ্ছ নতুন পণ্য
    বিজ্ঞান ও প্রযুক্তি

    গুগলের এক গুচ্ছ নতুন পণ্য

    May 16, 20224 Mins Read

    বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : দীর্ঘ প্রতীক্ষার এক ঝাঁক নতুন পণ্য এবং সেবা আনার ঘোষণা দিয়েছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগল। ডেভেলপারদের নিয়ে গত বুধবার শুরু হওয়া দুই দিনের বার্ষিক আই/ও (ইনপুট আউটপুট) সম্মেলনে নতুন পণ্য ও সেবা উন্মোচনের ঘোষণা দেন গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই।

    গুগলের নতুন পণ্য

    করোনার সংক্রমণ রোধে এবারও ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত হয় এ সম্মেলন। সম্মেলন থেকে গুগল পিক্সেল ওয়াচ, পিক্সেল ৬এ স্মার্টফোন, পিক্সেল বাডস প্রোর সঙ্গে অপারেটিং সিস্টেম ও অ্যান্ড্রয়েড ১৩ সর্বশেষ হালনাগাদবিষয়ক নানা তথ্যসহ উন্মোচন করা হয়েছে গুগলের বৈচিত্র্যময় নতুন সব পণ্য। এ ছাড়া আসন্ন পিক্সেল ট্যাবলেট, পিক্সেল ৭ এবং পিক্সেল ৭ প্রো ফোন এবং এআর গ্লাসেস সম্পর্কে সংক্ষিপ্ত ধারণাও দেওয়া হয় এ আয়োজনে।

    নতুন উন্মোচিত পণ্যগুলোর মধ্যে সবচেয়ে বেশি আকর্ষণ সৃষ্টি করেছে ‘গুগল পিক্সেল ওয়াচ’। গুগলের নিজস্ব্ব ‘ওয়্যার’ অপারেটিং সিস্টেমে চলবে এটি। ফিটবিটের স্বাস্থ্যবিষয়ক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে ডিভাইসটিতে। এবার পিক্সেল ওয়াচের ঘোষণার মধ্য দিয়ে সরাসরি অ্যাপল ও স্যামসাংয়ের বিপরীতে অবস্থান নিচ্ছে গুগল। এর বাইরে নতুন আরও দুটি পিক্সেল ফোনের ঘোষণায় আগ্রহ বৃদ্ধি পেয়েছে ডিভাইসপ্রেমীদের। এসবের মধ্যে ‘পিক্সেল ৬এ’ স্মার্টকে উপস্থাপন করা হয়েছে বাজেটবান্ধব ডিভাইস হিসেবে। আর ‘পিক্সেল ৭’কে বলা হচ্ছে প্রিমিয়াম পণ্য। ডিভাইসগুলোর জুলাই বাজারে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

    পিক্সেল ওয়াচ
    স্বাস্থ্য ও সুস্থতাবিষয়ক প্রতিষ্ঠান ‘ফিটবিট’ অধিগ্রহণের পর এবারই প্রথম স্মাটওয়াচ বাজারে আনছে প্রতিষ্ঠানটি। ঘরটিতে থাকছে দুর্দান্ত ট্র্যাকিং ফিচারের সঙ্গে বৃত্তাকার সুদৃশ্য ডিজাইন। অনেকটা নুড়ি পাথর সদৃশ স্মার্টওয়াচটি বৃত্তাকার বেজেলের ডিসপ্লের পাশে থাকছে পাতলা বেজেল। এতে থাকছে গুগল অ্যাসিস্ট্যান্ট ইন্টিগ্রেশন। স্মার্টফোন ছাড়াই এতে বিশেষ পদ্ধতিতে নেভিগেশন দেখে নেওয়া যাবে। এ ছাড়া রয়েছে এর মাধ্যমে নিয়ন্ত্রণ করা বাড়ির অন্যান্য স্মার্টহোম ডিভাইস।

    তবে শুধু অ্যান্ড্রয়েড ডিভাইসের সঙ্গেই ব্যবহার করা যাবে এটি। ৪জি সংযোগ সুবিধা থাকায় নতুন এ ডিভাইস স্বাধীনভাবে কাজ করতে পারবে। এ ক্ষেত্রে একই মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করতে হবে।

    গুগল আই/ও আয়োজিত সম্মেলন মঞ্চ থেকে এই পণ্য গোটা দুনিয়ার সামনে নিয়ে হাজির করে গুগল কর্তৃপক্ষ। নতুন এ স্মার্টওয়াচ উন্মোচনের সময় ডিভাইসটির দাম না জানানো হলেও প্রিমিয়াম পণ্য হবে বলে ধারণা করা হচ্ছে। কয়েক মাসের মধ্যে বাজারে পাওয়া যাবে স্মার্টওয়াচটি। গুগলের নিজস্ব্ব ‘ওয়্যার’ অপারেটিং সিস্টেমে চলবে ‘গুগল পিক্সেল ওয়াচ’। অন্য নির্মাতাদের তৈরি বেশ কিছু স্মার্টওয়াচে গুগলের ‘ওয়্যার’ অপারেটিং সিস্টেমের ব্যবহার নতুন কোনো বিষয় নয়; তবে ব্যবহারোপযোগী নিজস্ব কোনো ডিভাইস ছিল না তাদের।

    ফিটবিটের স্বাস্থ্যবিষয়ক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে নতুন এ ডিভাইসে। এ প্রসঙ্গে গুগলের ডিভাইস ও সেবাবিষয়ক জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট রিক ওস্টার লোহ বলেন, ‘গুগলের নিজস্ব ইকোসিস্টেম এবং ফিটবিটের দক্ষতার সমন্বয় পণ্যটিকে অসাধারণ করে তুলছে।’ বাজারে গুজব ছিল, অ্যাপল ওয়াচের সঙ্গেও ব্যবহার করা যাবে গুগলের পিক্সেল ওয়াচ। তেমনটা হচ্ছে না বলেই নিশ্চিত করেছে তারা। ওয়্যার ওএস ইউআইর মাধ্যমে আরও দক্ষতায় নেভিগেশন করা যাবে এতে।

    পিক্সেল ফোন
    পিক্সেল ৬এ, পিক্সেল ৭ এবং ৭ প্রো সিরিজের ফোনগুলো বাজারে আনার ঘোষণা দিয়েছে গুগল। ৪৪৯ ডলার থেকে শুরু হবে পিক্সেল ৬ সিরিজের ফোনের দাম। ফোনটি পেতে আগে থেকেই বুকিং দিতে হবে। আগামী ২১ জুলাই থেকে প্রি অর্ডার করা যাবে নতুন ডিভাইসগুলো। পিক্সেল ৭ সিরিজে রিসাইকেল অ্যালুমিনিয়াম ক্যামেরা বার, গ্লাসব্যাক, মোবাইল টেনসবর প্রসেসরের হালনাগাদ সংস্করণসহ নানা সুবিধায় আসছে বিশ্ববাজারে। এতে থাকছে এআই সমৃদ্ধ টেনসর প্রসেসর।

    পিক্সেল বাডস প্রো
    একই ইভেন্টে উন্মোচিত হয়েছে অ্যাকটিভ নয়েস ক্যান্সেলেশন সাপোর্ট এবং ওয়্যারলেস চার্জিং সুবিধার গুগল পিক্সেল বাডস প্রো। চারটি ভিন্ন রঙে পণ্যটি বাজারে পাওয়া যাবে। প্রো সিরিজের এই টিডব্লিউএসে থাকছে দারুণ সব ফিচার। ভালো সাউন্ডের জন্য এতে বিশেষ প্রযুক্তি যুক্ত করা হয়েছে। প্রতিষ্ঠানটির আগের ওয়্যারলেস ইয়ারবাডে ‘অ্যাকটিভ নয়েস ক্যান্সেলেশন’ সুবিধা ছিল না। ফলে নতুন এই ডিভাইসে গ্রাহকের আগ্রহ বাড়বে। এ ছাড়া এতে থাকছে ট্রান্সপারেন্সি মোড, যা সক্রিয় করলে ইয়ারবাড ব্যবহারের সময় পারিপার্শ্বিক প্রয়োজনীয় শব্দ সম্পর্কে সচেতন থাকা যাবে। ‘সারাউন্ড সাউন্ড’ প্রযুক্তি দেবে বিশেষ অডিও। অ্যান্ড্রয়েড আইওসের সঙ্গে ডিভাইসটির সংযোগ স্থাপন করা যাবে। এ ছাড়া ল্যাপটপ, ডেস্কটপের সঙ্গেও সংযোগ দেওয়া যাবে। প্রাথমিক দাম নির্ধারণ হয়েছে ১৯৯ ডলার। চলতি বছরের শেষে এই পণ্যটি গুগল ভান্ডারে যুক্ত হবে বলে জানানো হয়েছে।

    পিক্সেল ট্যাবলেট
    এই ইভেন্টে নতুন ট্যাবলেট আনার ঘোষণাও দিয়েছে গুগল। এতে ওয়্যার ওএস ইন্টারফেস এবং কার্ভ গ্লাস ব্যবহার করা হবে, যা গুগল ওয়ালেট সমর্থন করবে এবং ফিটবিটের সঙ্গে সমন্বয় করা যাবে। এ বছরই বাজারে পাওয়া যাবে ডিভাইসটি। ট্যাবটি পিক্সেল ফোনের পরিপূরক হিসেবে তৈরি করা হয়েছে। সমালোচকদের কাছে পিক্সেল ফোন ব্যাপক সমাদৃত হলেও বিশ্ববাজারে শক্ত অবস্থান তৈরিতে ব্যর্থ হয়েছে ডিভাইসগুলো; এমনটাই মত অনেক বিশেষজ্ঞের।

    অ্যান্ড্রয়েড ১৩
    গুগলের জনপ্রিয় অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণের ঘোষণা এসেছে। অ্যান্ড্রয়েড ১৩ নামের এ সংস্করণে মিলবে নতুন সব ফিচার। নতুন অ্যান্ড্রয়েডে বড় স্ট্ক্রিনে আরও ভালো অভিজ্ঞতা পাওয়া যাবে; সেই সঙ্গে একাধিক অ্যাপ্লিকেশন ব্যবহার আরও আকর্ষণীয় হবে। ইতোমধ্যে অ্যান্ড্রয়েড বেটা প্রকাশ করেছে কোম্পানিটি।

    ৪ ধরনের লোক ভুল করেও বেদানা খাবেন না

    আরও যা এসেছে
    গুগল সার্চ, ম্যাপ ও অটোমেশনে অনেক নতুন আপডেট আনছে। ফেস রিকগনিশন ও স্বাভাবিক কথোপকথন বুঝতে অভ্যস্ততার জন্য গুগল অ্যাসিস্ট্যান্টের উন্নত সংস্করণও চালুর ঘোষণা দিয়েছে বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তি কোম্পানিটি।

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    এক গুগলের গুগলের নতুন পণ্য গুচ্ছ নতুন পণ্য প্রযুক্তি বিজ্ঞান
    Related Posts
    ইউটিউবে সাবস্ক্রাইবার

    ইউটিউবে দ্রুত সাবস্ক্রাইবার বাড়ানোর উপায়

    May 17, 2025

    গুগল থেকে ইনকাম করার যত উপায়

    May 17, 2025
    নগদ

    ফের নগদের নিয়ন্ত্রণ নিয়েছে দুষ্কৃতকারীরা : বাংলাদেশ ব্যাংক

    May 17, 2025
    সর্বশেষ সংবাদ
    Whirlpool 4-in-1 Convertible AC
    Whirlpool 4-in-1 Convertible AC: Price in Bangladesh & India with Full Specifications
    Xiaomi Smart Band 8 Pro
    Xiaomi Smart Band 8 Pro: Price in Bangladesh & India with Full Specifications
    LG Objet Collection Fridge
    LG Objet Collection Fridge: Price in Bangladesh & India with Full Specifications
    মালদ্বীপে
    মালদ্বীপে সেরা কনটেন্ট ক্রিয়েটর অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক ইমন
    শিক্ষার্থীদের
    শিক্ষার্থীদের উদ্দেশে ফরহাদ মজহারের আহ্বান
    নামাজের সময়সূচি ২০২৫
    আজকের নামাজের সময়সূচী (১৮ মে ২০২৫)
    স্বর্ণের দাম ভরি
    আজকের স্বর্ণের দাম, ২২ ক্যারেট সোনার দাম ভরিতে বাড়ল যতো টাকা
    গ্রামীণ ব্যাংক
    গ্রামীণ ব্যাংক নিয়ে প্রধান উপদেষ্টার স্মৃতিচারণা
    বাংলাদেশি পোশাকসহ
    বাংলাদেশি পোশাকসহ বিভিন্ন পণ্য আমদানিতে ভারতের নিষেধাজ্ঞা
    ঝড়-বৃষ্টি
    আবহাওয়ার খবর: ঝড়-বৃষ্টির পূর্বাভাসে যা বলা হয়েছে
    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.