বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : পিক্সেল সিরিজের নতুন স্মার্টফোন লঞ্চ করল গুগল। একনজরে দাম ও ফিচার্স। গতকাল অনুষ্ঠিত হয় গুগলের বার্ষিক ডেভেলপার সম্মেলন। সেখানেই নতুন স্মার্টফোন সামনে আনল গুগল। অনেক প্রতীক্ষার পর বাজারে লঞ্চ হল গুগল পিক্সেল 7a। এই স্মার্টফোন গতবছর লঞ্চ হওয়া পিক্সেল 7 সিরিজের হবহু কার্বন কপি না হলেও ডিজাইনের ক্ষেত্রে দুই ফোনের মধ্যে অনেক মিল রয়েছে।
গুগল পিক্সেল 7a সিরিজ ভারতে ফ্লিপকার্টে মাধ্যমে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থা। গত কয়েকদিনে এই বেশ চর্চা দেখা যায় এই স্মার্টফোন নিয়ে। এই ফোনের দাম রাখা হয়েছে 43,999 টাকা। তবে এর থেকেও কম দামে স্মার্টফোনটি পাওয়া যাবে বলে জানিয়েছে ফ্লিপকার্ট।
এই ফোনের অফিশিয়াল প্রাইজ 43,999 টাকা যেখানে মিলনে 8 জিবি র্যাম এবং 128 জিবি স্টোরেজ। মোট 3টি রঙে পাওয়া যাবে স্মার্টফোনটি – চারকোল, সি এবং স্নো। মজার বিষয় হল, গুগল পিক্সেল 6a যে দামে লঞ্চ করা হয়েছিল সেই দামেই বাজারে আনা হল এই স্মার্টফোন।
গ্রাহকদের জন্য বিশেষ অফার রেখেছে ফ্লিপকার্ট যার মাধ্যমে ফোনের আসল দামের থেকে 4 হাজার টাকা ডিসকাউন্ট পাওয়ার সুযোগ থাকছে। বিভিন্ন ব্যাঙ্ক অফারের মাধ্যমে 39,999 টাকা দামে এই স্মার্টফোন অর্ডার করতে পারবেন। পাশাপাশি কেউ যদি চায় তারা পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করেও বড় ছাড় পেতে পারেন।
Introducing #Pixel7a, the newest A-Series device that meets our helpfulness standards and more, including an upgraded camera, the power of Google Tensor G2 and high class performance inside and out. Pixel 7a is available starting today. #GoogleIO pic.twitter.com/yptoXGaPzv
— Google (@Google) May 10, 2023
মূল বৈশিষ্ট্যগুলির মধ্যে এই ফোনে থাকছে 6.1 ইঞ্চি ডিসপ্লে সঙ্গে 90 হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট। এই ফোন বানানো হয়েছে রিসাইকেল অ্যালমুনিয়াম, গ্লাস এবং প্লাস্টিক থেকে। ফোনের স্ক্রিন নিরাপদ রাখবে কর্নিং গোরিলা গ্লাস।
স্মার্টফোন সুপার চার্জড রাখার জন্য রয়েছে অ্যাডাপটিভ ব্যাটারি মোড। ব্যাটারি ক্যাপাসিটি 4835mAH সঙ্গে 20 ওয়াট ওয়্যারড এবং 18 ওয়াট ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট। গুগলের দাবি, এই ফোন ফুল চার্জে তা 3 দিন পরিষেবা দেবে।
গুগল পিক্সেল 7a সিরিজে প্রসেসর রয়েছে Tensor G2 চিপসেট, ফোনের ক্যামেরাতেও রয়েছে দারুণ ফিচার্স। 64 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সঙ্গে 13 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা। ফোনে সেলফি ক্যামেরা ও রয়েছে 13 মেগাপিক্সেল।
সংস্থার দাবি, পিক্সেল 6a এর থেকে 72 শতাংশ বড় সেন্সর এই ফোনের ক্যামেরায় যা রাতের বেলা ক্রিস্টাল ক্লিয়ার ছবি তুলতে সাহায্য করবে। এছাড়া 8x সুপার রেস জুম এবং 4k রেজোলিউশনে ভিডিওর সুবিধাও মিলবে এই ফোনে।
গরমে বাড়িতেই তৈরি করুন বাজারের মতো পারফেক্ট ভ্যানিলা আইসক্রিম
এই ফোন যারা কিনবেন তাড়া 3 মাস পর্যন্ত ফ্রি ইউটিউব প্রিমিয়াম এবং গুগল ওয়ান (100 জিবি) সাবস্ক্রিপশন সম্পূর্ণ বিনামূল্যে পাবেন। ফিজিক্যাল সিমের পাশাপাশি এই স্মার্টফোনে ই-সিমও সাপোর্ট করবে বলে জানিয়েছে গুগল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।