বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : Google Pixel 9a স্মার্টফোন 19 মার্চ গ্লোবাল বাজারে এবং 20 মার্চ ভারতে লঞ্চ হতে পারে। তবে অফিসিয়াল লঞ্চের আগেই ফোনটির ডিজাইন ও ফিচার সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস হয়েছে। নতুন লিকের মাধ্যমে Pixel 9a-এর মার্কেটিং ম্যাটেরিয়াল, ডিজাইন এবং কালার অপশন সম্পর্কে জানা গেছে।
Google Pixel 9a-এর মার্কেটিং ম্যাটেরিয়াল (লিক)
বিশ্বস্ত টিপস্টার Evleaks সম্প্রতি Google Pixel 9a ফোনের মার্কেটিং ম্যাটেরিয়াল X (Twitter)-এর মাধ্যমে শেয়ার করেছেন। সেখানে ফোনের ডিজাইন, কালার এবং কিছু প্রধান ফিচার দেখা গেছে।
- Pixel 9a ফোনটি Obsidian, Porcelain, Peony, এবং Iris – এই চারটি কালার অপশনে আসবে।
- ফাঁস হওয়া ইমেজ অনুযায়ী, ফোনটির ক্যামেরা মডিউল খুব বেশি উঁচু নয়, ফলে এটি আরও স্লিম এবং প্রিমিয়াম ডিজাইনের দেখাচ্ছে।
- এক ইমেজে Pixel 9a ফোনটি ওয়াটার রেসিস্ট্যান্স ক্ষমতাসম্পন্ন দেখা গেছে, যা ইঙ্গিত দেয় যে এতে IP68 রেটিং থাকতে পারে।
- ফোনটিতে Google Gemini AI, Theft Protection এবং অন্যান্য অত্যাধুনিক ফিচার থাকবে।
Google Pixel 9a-এর সম্ভাব্য স্পেসিফিকেশন
- ডিসপ্লে: 6.3 ইঞ্চির OLED ডিসপ্লে, 2,700 নিটস পিক ব্রাইটনেস এবং 1,800 নিটস HDR ব্রাইটনেস।
- প্রসেসর: Google Tensor G4 চিপসেট, যা ফ্ল্যাগশিপ Pixel 9 সিরিজ থেকে নেওয়া হয়েছে।
- ক্যামেরা: 48MP GN8 প্রাইমারি ক্যামেরা, 13MP আল্ট্রা-ওয়াইড লেন্স এবং 13MP ফ্রন্ট ক্যামেরা।
- ব্যাটারি: 5,100mAh ব্যাটারি, 23W ওয়্যার্ড চার্জিং এবং 7.5W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট।
প্রসঙ্গত, Pixel A-সিরিজের ফোন সাধারণত Google I/O কনফারেন্সে (মে মাসে) লঞ্চ করা হয়। তবে এবার Pixel 9a আগেই বাজারে আসতে পারে। গ্লোবাল লঞ্চের পরের দিন এটি ভারতে পেশ হওয়ার সম্ভাবনা রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।