বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : Google Pixel FOLD এর ডিজাইন ফাঁস – ফোল্ডেবল সেলফোন নিয়ে ব্যবহারকারীদের আগ্রহ বরাবরই তুঙ্গে। স্মার্টফোন যুগের আগেও ফোল্ডেবল সেলফোন জনপ্রিয়তা পেয়েছে। বর্তমান যুগে এসেও ফোল্ডেবল সেলফোন নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাচ্ছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলো। স্যামসাং এরই মধ্যে এ ধরনের কয়েকটি ডিভাইস বাজারে ছেড়েছে। ফোল্ডেবল ডিভাইস বাজারে নিয়ে এসেছে চীনা কোম্পানি অপো।
গুগল অবশ্য জানিয়েছিল পিক্সেলের ফোল্ডেবল ডিভাইস পিক্সেল ফোল্ড বাজারে আসছে না। সম্প্রতি ‘গুগল পিপিট’ নামে একটি ডিভাইসের গিকবেঞ্চ বেঞ্চমার্ক টেস্ট করা হলে ফের ডিভাইসটি নিয়ে গুঞ্জন চাঙ্গা হয়। কারণ ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে গুগলের নিজস্ব টেনসর চিপসেট, যা এর আগে পিক্সেল ৬ ও পিক্সেল ৬ প্রোতে ব্যবহার করা হয়েছিল।
এবার পিক্সেল ফোল্ড নিয়ে চলতি গুঞ্জনের পালে হাওয়া দিয়েছে গুগল নিজেই। অ্যান্ড্রয়েড টুয়েলভএলের বেটা ভার্সনে পাওয়া গেছে একটি গোপন অ্যানিমেশন, যা স্পষ্টতই ইঙ্গিত দিচ্ছে ডিভাইসটির নিশ্চিত ভবিষ্যতের।
গত বুধবার রিলিজ হয়েছে অ্যান্ড্রয়েড ১২-এর দ্বিতীয় বেটা ভার্সন। বড় স্ক্রিনের অ্যান্ড্রয়েড ডিভাইসগুলোর জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে ভার্সনটি। এ ভার্সনেই দুটি গোপন অ্যানিমেটেড ইলাস্ট্রেশনে দেখা গেছে পিক্সেল ফোল্ড বন্ধ ও খোলা অবস্থায় কেমন দেখাবে। ব্যবহারকারীরা কীভাবে ফোনটিতে সিম ঢোকাবেন, ইলাস্ট্রেশনগুলো মূলত তার দিকনির্দেশনা।
একটা অ্যানিমেশনে দেখা গেছে পিক্সেল ফোল্ডের বাইরের স্ক্রিন, যার ডান পাশে ভলিউম রকার এবং ডানে ফোনটির হিঞ্জ বা কবজা। আর সিম কার্ড ট্রে থাকবে ডিভাসটির নিচের অংশে। অন্য অ্যানিমেশনটিতে দেখা যাচ্ছে খোলা অবস্থায় ফোনটির ট্যাবলেট সাইজের বড় ডিসপ্লে।
ধারণা করা হয়েছিল পিক্সেল ফোল্ড দেখতে অনেকটা স্যামসাংয়ের গ্যালাক্সি জি ফোল্ড ৩-এর মতো হবে। তবে ইলাস্ট্রেশনে দেখানো ছবি অনুযায়ী ফোনটির ডিসপ্লে গ্যালাক্সি জি ফোল্ড ৩-এর মতো লম্বাটে ডিসপ্লে নয়, বরং অপো ফাইন্ড এনের মতো বর্গাকৃতির। গিকবেঞ্চ টেস্টে ফাঁস হওয়া তথ্য অনুযায়ী গুগল ফোল্ডে থাকবে ১২ গিগাবাইট র্যাম। ২৫৬ ও ৫১২ গিগাবাইট স্টোরেজের দুটো ভ্যারিয়েন্টে পাওয়া যাবে ফোনটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।