বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : সম্প্রতি বাজারে এসেছে গুগলের স্মার্টফোন পিক্সেল ৮ ও পিক্সেল ৮ প্রো। এই ফোনের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ভিত্তিক টুলগুলো নিয়ে শুরু হয়েছে বিতর্ক। মানুষের চেহারা বিকৃতির অভিযোগ উঠেছে গুগল পিক্সেলের এই টুলগুলোর বিরুদ্ধে। সূত্র: বিবিসি
পিক্সেল ৮ ও পিক্সেল ৮ প্রোর এআই টুল চোখের নিমিষেই ছবিতে মানুষের মুখের ভাব পরিবর্তন করে ফেলতে পারছে। হাসি মুখ হয়ে যাচ্ছে গোমড়া, আর বিষণ্ন মানুষকে মনে হচ্ছে উৎফুল্ল! যা এর আগে এত নিখুঁতভাবে করা সম্ভব হয়নি। এতেই সৃষ্টি হয়েছে বিতর্ক।
গুগল পিক্সেলের এই টুলের নাম ‘বেস্ট টেক’। গ্রুপ ফটোতে ক্যামেরার দিকে না তাকিয়ে অন্যদিকে তাকানো বা প্রয়োজনের সময় হাসতে ভুলে যাওয়ার অভিজ্ঞতা প্রায় সবারই আছে। গুগল পিক্সেলের ‘বেস্ট টেক’ টুলটি মেশিন লার্নিং ব্যবহার করে আগে তোলা ছবি থেকে ব্যাক্তির মুখের ভাব বা অভিব্যক্তির তথ্য সংগ্রহ করে নতুন ছবিতে নিখুঁত পরিবর্তন আনতে পারে। তাই বাস্তবে ছবি তোলার সময় না হাসতে পারলেও ছবিতে ওই ব্যাক্তিকে হাস্যোজ্জ্বল দেখাতে পারবে এবং নতুন ছবিগুলোকে এডিট করা ছবি বলে মনেই হবে না।
এছাড়াও, গুগল পিক্সেলের এই ডিভাইসগুলো ছবির যেকোনো অনাকাক্সিক্ষত উপাদান মুছে ফেলতে, সরাতে এবং নতুন আকার দিতে সক্ষম। ‘ম্যাজিক এডিটর’ টুলের সাহায্যে ছবি থেকে মানুষ, আশেপাশের দালান বা অন্য যেকোনো কিছু মুছে ফেলা যায় অনায়াসে। মুছে ফেলার পর সেখানে আদৌ কিছু ছিল কি না, তা বোঝার উপায়ও থাকে না। লাখো ছবি থেকে সংগ্রহ করা জ্ঞান ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তা ‘ডিপ লার্নিং’ প্রযুক্তির মাধ্যমে এটি করে থাকে।
গুগলের এই প্রযুক্তি সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্য হিসেবে উপস্থাপন করছে বলে অভিযোগ পর্যবেক্ষকদের। বিষয়টিকে উদ্বেগজনক বলেও অভিহিত করেছে ভার্জ ও টেক রাডারের মতো প্রযুক্তিভিত্তিক ওয়েবসাইট।
অপরদিকে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গ্রাফিক্স ও ডিসপ্লে বিশেষজ্ঞ অধ্যাপক রাফাল মন্টিউক বলেন, ‘এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে ছবিগুলোকে বাস্তবের মতো দেখানোর জন্যে স্মার্টফোনে এআই ব্যবহার হয়নি। মানুষ বাস্তবতা তুলতে চায় না, তারা সুন্দর ছবি তুলতে চায়। স্মার্টফোনে ছবি তোলা ও এডিটের উদ্দেশ্যই হল সুন্দর ছবি তৈরি করা। এটা বাস্তবসম্মত কী নয়, সেটা মুখ্য নয়।’
নতুন এই প্রযুক্তিগুলো বাস্তবতা নিয়ে কিছু নৈতিক প্রশ্ন উত্থাপন করছে; এমন প্রসঙ্গে অধ্যাপক মান্টিউক বলেন, ‘এক্ষেত্রে আমাদের নিজের চোখের সীমাবদ্ধতাগুলোও বিবেচনা করতে হবে।’ সম্পাদনা: তারিক আল বান্না
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।