শিগ্রই বাজারে আসছে গুগল পিক্সেল ওয়াচ

গুগল পিক্সেল ওয়াচ

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : শিগগিরই বাজারে আসতে যাচ্ছে গুগল পিক্সেল ওয়াচ। ধারণা করা হচ্ছে আকর্ষণীয় সব ফিচার সম্পন্ন স্মার্টওয়াচটি অ্যাপলের স্মার্টওয়াচকেও টেক্কা দিতে পারবে।

গুগল পিক্সেল ওয়াচ

সম্প্রতি টিপস্টার ইভান ব্লাস (Evan Blass) জানান, ওয়্যার ৩.১ অপারেটিং সিস্টেমে চালিত গুগল পিক্সেল ওয়াচ খুব শিগগিরই আত্মপ্রকাশ করতে চলেছে। গুগলের আসন্ন স্মার্টওয়াচটির কোড নাম রাখা হয়েছে পিক্সেল রোহান।

গুগল পিক্সেল ওয়াচ লেটেস্ট ওয়্যার অপারেটিং সিস্টেম অর্থাৎ (ভার্সন) ৩.১ দ্বারা চালিত হবে। ফলে এটি অ্যাপল ওয়াচের থেকেও উন্নত টেকনোলজি অফার করবে।

ওয়াচটি গোলাকৃতি ডায়ালের সঙ্গে আসতে চলেছে। সঙ্গে হাই-এন্ড ইসিজি মনিটরিং ফিচার থাকবে বলে ধারণা করা হচ্ছে। এটি বেসিক সেন্সরের সঙ্গে নতুন সংযুক্তিকরণ হবে। যার ফলে ঘড়িটি গুরুত্বপূর্ণ হেলথ এবং ফিটনেস ডিভাইস হয়ে উঠবে।

গোপন ব্যথা প্রকাশ্যে আনলেন অমৃতা ও আনমোল

অনুমান করা হচ্ছে, এতে ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ থাকবে। এমনকি এর প্রসেসরটিও হবে বেশ উন্নত।

তবে এখনো পর্যন্ত ঘড়িটির দাম সংক্রান্ত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। ধারণা করা হচ্ছে, আগামী ১১ মে লঞ্চ হতে পারে নতুন স্মার্টওয়াচটি।